ODI WC 2023 : আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাবর’দের ভারতে আসার নিশ্চয়তা প্রসঙ্গে বিসিসিআইয়ের সুরে সুর মেলালেন নয়া পিসিবি চেয়ারম্যান

0
14
ODI WC 2023 :
ODI WC 2023 : "Decision To Send Team To India Will Be Taken At Government Level": Najam Sethi

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল’কে (ODI WC 2023) পাঠানোর সিদ্ধান্ত সরকারি পর্যায়ে নেওয়া হবে বলেই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজাম শেঠি

প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা’র দেওয়া হুমকির প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাজাম শেঠি সোমবার বলেছেন যে,

“যদি সরকার বলে ভারতে যাবে না দল, তা হলে যাওয়া হবে না।”

প্রসঙ্গত, বিসিসিআই সচিব জয় শাহ’এর পাকিস্তানে ভারতীয় দল’কে না পাঠানোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে, রামিজ রাজা হুমকি দিয়ে বলেছিলেন যে, টিম ইন্ডিয়া এশিয়া কাপের জন্য যদি পাকিস্তানে না আসে, তবে তারা ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। (ODI WC 2023)

এবার সেই প্রসঙ্গ নিয়েই সম্প্রতি করাচি’তে এক সংবাদ সম্মেলনে নাজাম শেঠি বলেছেন,

“এটা যেহেতু পাকিস্তান এবং ভারতের মধ্যে ক্রিকেট সম্পর্কিত বিষয়, এবং বিষয়টা অত্যন্তই উদ্বেগজনক, তাই সকলকে বিষয়টা পরিষ্কার করে দেওয়াই ভালো, খেলা হবে কি হবে না, বা সফরে যাওয়া হবে কিনা, সেই সমস্ত সিদ্ধান্ত সরকারি ভাবে নেওয়া হবে। …..”

নাজাম আরও জানান যে, এশিয়া কাপ আযোজনের বিষয়ে, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রাখবেন, যা পাকিস্তান আগামী বছর আয়োজন করতে চলেছে। (ODI WC 2023) তিনি বলেছেন,

“আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করবো, এবং সেই বুঝে এগবো। আমরা যাই সিদ্ধান্ত নিই না কেনো, আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন কোনো কিছু থেকেই বিচ্ছিন্ন না হই।”

নাজাম শেঠি আরও বলেছেন যে, রামিজ রাজা ধারাভাষ্যকারের কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে,  পিসিবি’র কোনো আপত্তি নেই। তিনি বলেছেন,

“রামিজের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং আমরা কখনওই তার ধারাভাষ্যকারের কাজে ফিরে যাওয়ার ব্যাপারে বিরোধিতা করবো না।”

কার্যত এর আগে, নাজাম শেঠি তার ওয়েবসাইটে পূর্ববর্তী পিসিবি (ODI WC 2023) ম্যানেজমেন্টের দ্বারা ব্যয়ের হিসেবগুলিও বাতিল করে দিয়েছেন। তার দাবি, সেগুলি ভুল ছিল। তিনি বলেছেন,

“খরচ সম্পর্কিত আমাকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা মোটেও ঠিক নয়।”

আরও পড়ুনঃ Indian Cricket Team : ভারতের যুব তারকার প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাস্কার, বললেন….

রামিজ রাজা’কে পিসিবি চেয়ারম্যান পদ থেকে অপসারণের পর বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নাজাম শেঠি’র হাতে দায়িত্ব তুলে দেন। এরপর পাকিস্তানের নতুন চেয়ারম্যান বলেন,

“আমি ২০১৮ সালে চেয়ারম্যান ছিলাম। যখন ইমরান খানের সরকার গঠিত হয়েছিল, তখন আমি পদত্যাগ করেছিলাম। যদিও ক্ষমতাশালী কিছু লোক বলেছিলেন যে, কেউ আমাকে সরাবে না। আমি সব সময় বিশ্বাস করি যে, প্রধানমন্ত্রী’র নির্বাচন করার অধিকার রয়েছে। ক্রিকেট বিষয়ক পরিচালনার প্রার্থী, তাই পদত্যাগ করেছি।”

শেঠি আরও বলেছিলেন যে, তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে যোগাযোগ করছিলেন, কারণ তিনি তাকে ফিরিয়ে আনতে চান। নাজাম শেঠির দাবি,

“মিকি বর্তমানে ডার্বিশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ এবং আমি ওর সঙ্গে কথা বলেছি। আগামী ৮-১০ দিনের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে এবং আমরা দলের জন্য নতুন কোচিং সেটআপের বিষয়ে ওর পরামর্শ নেবো।”

এর সঙ্গেই তিনি আরও বলেছেন, (ODI WC 2023)

“যখন ও (আর্থার) দলের সঙ্গে ছিল, অনেক ভালো কাজ করেছে এবং বাবর আজম’কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওর দায়িত্ব ছিল। ও দলে অনেক শৃঙ্খলা এবং ফিটনেস বজায় রেখেছিল। আমি বিশ্বাস করি, ও দলের জন্য ভালো হবে, আবার যদি ওকে পাওয়া যায়।”

আরও পড়ুনঃ Jaydev Unadkat : টেস্টে অভিষেক এবং সেকেন্ড ম‍্যাচে খেলা নিয়ে নস্টালজিক পোস্ট জয়দেব উনাদকাটের