
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ (IND vs SL 2023) খেলতে নামার আগে কার্যত লঙ্কা ব্রিগেডের ক্রিকেটারদের হুমকি দিয়ে বসলেন ভারতের টি টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
খেলা শুরুর আগে সাংবাদিক সম্মেলনে হার্দিকের কাছে জানতে চাওয়া হয় এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারের বদলা নেওয়ার জন্য ভারত মরিয়া হয়ে আছেন কিনা। জবাবে ভারত অধিনায়ক জানান যেহেতু ভারতে খেলতে এসেছে সানাকারা, তাই এখন চাপে থাকবেন তারা। (IND vs SL 2023)
#TeamIndia squad for three-match T20I series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/iXNqsMkL0Q
— BCCI (@BCCI) December 27, 2022
সাংবাদিক সম্মেলনে হার্দিক পান্ডিয়া বলেছেন, শ্রীলঙ্কা কে হারাতে তাদের বডি লাংগুয়েজ যথেষ্ট এবং এই বিষয়টা তাদের কাজ’কে অনেক সহজ করে দেবে। হার্দিক বলেছেন – (IND vs SL 2023)
“আমাদের আলাদা করে কিছু প্রমাণ করার নেই। শুধুমাত্র ভালো ক্রিকেট খেলাটাই এখন লক্ষ্য আমাদের। তবে একটি বিষয় আমরা নিশ্চয়তা দিতে পারি, ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার চাপটা টের পাবে শ্রীলঙ্কা। আমাদের ওদের স্লেজ করার কোনো প্রয়োজন নেই। আমাদের বডি লাংগুয়েজ’ই চাপে ফেলে দেবে ওদের। কথা দিলাম।” – হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : “ভারতের মাঠে ভারতের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন” : দাসুন সানাকা
শ্রীলঙ্কা এশিয়া কাপ চ্যাম্পিয়ান দল। তবে ভারতের মাটিতে তারা যে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে, সেই কথা বলাই বাহুল্য। হার্দিক এদিন স্পষ্ট করে দিয়েছেন শ্রীলঙ্কাকে রুখে দিতে তারা তাদের সমস্ত পরিকল্পনা কষে রেখেছেন।
গত নিউজিল্যান্ড সফরের টি টোয়েন্টি সিরিজে নতূনত্বের ছোঁয়া দেখেছিলাম ভারতীয় ক্রিকেট দলে। এই ফর্ম্যাটে একটা নতুন দল দেখার ইশারা আমরা পেয়েছিলাম তখনই। ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ’র মতো তারকাদের ছাড়া এই সিরিজে খেলবে ভারত, কিন্তু যারা সুযোগ পেয়েছেন তারাও কিন্তু কম শক্তিশালী নয়।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : নেট সেশনে দারুণ চোখ ধাঁধানো সব শট খেললেন সূর্য কুমার যাদব, দেখুন ভিডিও