Neymar – বেশ কিছু মাসের জন্যে মাঠের বাইরে চলে যেতে হলো নেইমারকে। গোড়ালির লিগামেন্টের অপারেশন করাতে হবে এই ব্রাজিলের তারকা, তাই অন্তত চার মাস মাঠের বাইরেই থাকবেন তিনি।
এর ফলে আসছে বৃহস্পতিবার চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচে খেলতে পারবেন না নেইমার পিএসজির বিরুদ্ধে। কাতার বিশ্বকাপ থেকেই এই গোড়ালির সমস্যা ভোগাচ্ছে নেইমারকে। ডাক্তার বলে দিয়েছেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হলে অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় নেই। ১০ ই জুন চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল, পিএসজি যদি কোনও ভাবে ফাইনালে পৌঁছে যায় তাহলেও নেইমারকে (Neymar) পাওয়া সম্ভব নয়।
গত ১৯ শে ফেব্রুয়ারি ফরাসি লিগের একটি ম্যাচে খেলাকালীণ পুরনো চোটের জায়গায় ফের আঘাত পান নেইমার। এরপর থেকেই ব্রাজিলের সুপারস্টার ফুটবলার মাঠের বাইরে।
🚨 BREAKING: Neymar is OUT for the second leg between PSG and Bayern, manager Christophe Gaultier has confirmed ❌ pic.twitter.com/v8nxaAB5M0
— 433 (@433) March 3, 2023
আরও পড়ুনঃ WPL 2023 : আরসিবিকে হারিয়ে জয়ধারা অব্যাহত রাখলো মুম্বাই ইন্ডিয়ান্স
পরবর্তী সময়ে ক্লাবের তরফে জানানো হয় নেইমারের হাড় ভাঙেনি, তবে তার বেশ কিছু সপ্তাহের জন্যে বিশ্রাম প্রয়োজন। তবে ডাক্তারদের দাবী নেইমারের গোড়ালির লিগামেন্ট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, চোট মুক্ত হতে হলে অপারেশন করানোটা একান্ত প্রয়োজন। তবে অপারেশনের তারিখ এখনো নির্ধারিত হয়নি।
সব মিলিয়ে পুরোপুরি চোট সারিয়ে ফের কবে মাঠে ফিরবে নেইমার সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। তার কারণ অপারেশনের পর স্বাভাবিক জীবনে ফিরতেও তো বেশ খানিকটা সময় লাগবে। অপারেশনের বেশ কিছুদিন পর বিষয়টি বোঝা যাবে।
আরও পড়ুনঃ WPL 2023 : স্মৃতি আউট হতেই উল্লাসে মাতলেন হরমনপ্রীত, দেখুন সেই ভিডিও