NZ VS AUS: করোনার জেরে স্থগিত হলো নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর

0
35
New Zealand tour of Australia postponed until further notice amid Covid
New Zealand tour of Australia postponed until further notice amid Covid

করোনার বাড়বাড়ান্তের প্রভাবে এবং দেশের বেশ কয়েক জন খেলোয়াড় দেশে অনুপস্থিত থাকার কারনে, ২৪ শে জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি জুড়ে অনুষ্ঠিত হতে চলা নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর এখনকার মতো স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ হোবার্টের হোটেলে মত্ত অস্ট্রেলিয়া’র খেলোয়াড়দের সাথে রুট এবং অ্যান্ডেরসনের উপস্থিতি নিয়ে তদন্ত করবে ইসিবি !

সুত্র অনুযায়ী জানা গেছে যে এর আগে নিউজিল্যান্ড ক্রিকেট এবং ক্রিকেট অস্ট্রেলিয়া সরকারের কাছে এই সফরটি আরও বেশ কিছু দিনের জন্য দীর্ঘায়িতো করার আবেদন জানিয়েছিলো যাতে দলের বাদবাকি অনুপস্থিত খেলোয়াড়েরা এই আসন্ন সফরের আগেই নিজেদের দেশে ফিরে আসতে পারে, কিন্তু সরকার বুধবার নিশ্চিত করেছে যে এই আবেদনটি তারা মঞ্জুর করতে পারবে না।

আপাতত স্থগিত এই সফরটি আবার কবে খেলা হবে তা নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট, ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলোচনা শুরু করেছে।

আরও পড়ুনঃ SA vs IND: ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকা দল থেকে বাদ পড়লেন এই তারকা ক্রিকেটার