FIFA World Cup 2022 – সোমবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস – সেনেগাল। জয়ের লক্ষ্যে নেমেছিলো দুই দেশ। তবে সাদিও মানে না থাকায় কি লড়াইটা দেয় সেনেগাল, নজর ছিলো সেদিকে।
দুই দল প্রবল লড়াই চালিয়ে যায়। ৮৪ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন নেদারল্যান্ডস। ১-০ গোলে এগিয়ে যায় ডাচ ব্রিগেড। এরপর ক্লাসেন গোল করায় ২-০ গোলে ম্যাচ শেষ করে অরেঞ্জ ব্রিগেড। (FIFA World Cup 2022)
অবশ্য খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে সেনেগাল। প্রথমেই গোল করার সুযোগ করে ফেলে তারা। এরপর ম্যাচের দ্বিতীয় মিনিটে কর্নার পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সেনেগালের ফুটবলার’রা। (FIFA World Cup 2022)
A winning start for the Netherlands! 🍊@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 21, 2022
খেলা শুরুর পর ১৫ মিনিট গোল অধরা ছিলো দুই দলের। এর মাঝে দুটো শট নেয় সেনেগাল, একটি নিয়েছে নেদারল্যান্ডস। সব শট গুলো লক্ষ্যে ছিলো না। (FIFA World Cup 2022)
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা চলাকালীণ রক্তাক্ত ইরানের গোলকিপার
খেলার শুরু থেকেই সেনেগাল মারাত্মক চাপে রেখেছিলো ডাচদের। খেলার ৪০ মিনিটের মধ্যে ছয়টি গোল মুখি শট নেয় তারা। নেদারল্যান্ডস’ও সমান বেগ দিচ্ছিলো। দুই দলের বল দখলের লড়াই উনিশ – বিশের ফারাক।
খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ২০১০ সালের বিশ্বকাপ রানার্স আপ দলকে ফের কঠিন লড়াই দিয়েছিলো সেনেগাল। ৭০ মিনিট এগিয়ে গেলেও ম্যাচের কোনও দল একটাও গোল করতে পারেনি।
দলের তুরুপের তাস সাদিও মানেকে ছাড়া লড়াইটা শেষ অবধি ধরে রাখতে পারেনি সেনেগাল। ৮৪ মিনিটে নেদারল্যান্ডসের বর্ষসেরা ফুটবলার জেকপো হেডে গোল করে দলকে এগিয়ে দেন। খেলার নির্ধারিত সময়ের পর ৮ মিনিট একস্ট্রা দেওয়া হয়। একেবারে শেষ মুহূর্তে ক্লাসেন গোল করে ২-০ করে ডাচ দের হয়ে। শেষ অবধি ২-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ক্রাইফের দেশ।
আরও পড়ুনঃ Nicholas Pooran : ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টন্সি ছাড়লেন নিকোলাস পুরান