মঙ্গলবার ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) ম্যাচে কাতার কে ২-০ গোলে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেলো নেদারল্যান্ডস।
প্রথম ম্যাচে সেনেগাল’ক ২-০ গোলে হারানোর পর ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করেছিলো নেদারল্যান্ডস। জয়টা ভীষণ প্রয়োজন ছিলো অরেঞ্জ ব্রিগেডের রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করার জন্য, তাই একেবারেই শক্তিশালী দল নামিয়েছিলো কমলা ব্রিগেডের কোচ লুইস ভান গল। (FIFA World Cup 2022)
The Netherlands secure top spot in Group A! 🔝 @adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022
অন্যদিকে কাতারের ক্ষেত্রে চিত্রটা আলাদা, টানা দুই ম্যাচে ইকুয়েডর এবং সেনেগালের কাছে হেরে তারা এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে ছিটকে গেছিলো টুর্নামেন্ট থেকে। এদিন ডাচ ব্রিগেডের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক করে দেশের মাঠে আয়োজিত বিশ্বকাপ শেষ হলো তাদের। (FIFA World Cup 2022)
খেলার শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের দখলে নেওয়া শুরু করে নেদারল্যান্ডস। একটা সময় বল দখলের লড়াইয়ে ৬৮ শতাংশ রাশ নিজেদের দখলে নেয় তারা।
একাধিক বার গোল করার সুযোগ তৈরী করেছিল। অবশ্য তিন বার শট নিলেও দুটো টার্গেটে রেখেছিলো তারা। (FIFA World Cup 2022)
আরও পড়ুনঃ Australia vs West Indies 2022 : টেস্ট অভিষেক করছেন কিংবদন্তি ক্রিকেটার চন্দ্রপলের ছেলে
দারুণ ছন্দে আছেন কডি গাকপো, এদিন কাতারের বিরুদ্ধে ম্যাচেও গোল করলেন তিনি। গাকপোর করা ২৬ মিনিটে করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ক্লাসেন গোলমুখী পাস দেন। প্রথমার্ধে এক গোলে এগিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু মিনিট চারেকের মাথায় দ্বিতীয় গোলটি করে নেদারল্যান্ডসের ফ্রাঙ্কি দে জং। এরপর দুই দলের কোচ একাধিক বদল আনে দলে। শেষ অবধি ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে ডাচ ব্রিগেড।
আরও পড়ুনঃ India VS Bangladesh 2022 : ভারতের পেসার’রা ছেলেখেলা করলো বাংলাদেশের ব্যাটারদের