
Murali Vijay – নাগপুরে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ। চার ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন ১৭৭ রানে অলআউট হয়ে যায় অজি দল। ভারত প্রথম দিনে ৭৭ রানে এক উইকেট হারিয়ে শেষ করে। অর্ধশতরান করেন অধিনায়ক রোহিত শর্মা। কে এল রাহুল আউট হওয়ার পর নাইটওয়াচম্যান হিসেবে নামেন রবিচন্দ্রন অশ্বিন।
দ্বিতীয় দিনের শুরুতেই পরপর আউট হয়ে ফিরে যান অশ্বিন, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। তিনটি উইকেট তুলে নেন টড মার্ফি। (Murali Vijay)
প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময়ই অর্ধশতরান করে ফেলেন রোহিত শর্মা। দিনের শেষে কনভারশন তালিকায় দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটারদের। ঘরের মাঠে টেস্টে কনভারশন রেটের তালিকায় সবার উপরে দেখা যায় সদ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুরলি বিজয়ের (Murali Vijay) নাম।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর সেই তালিকা দেখে অবাক হয়ে যান। সেই তালিকায় সবার উপরে ছিলেন বিজয়। তবে এমনটা দেখে ‘আশ্চর্যজনক’ বলে মন্তব্য করেন মাঞ্জরেকর।
ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে রোহিতের কনভারশন রেট ৫০ শতাংশ। কোহলি ৫২-এর চেয়ে কিছুটা কম। তবে, তালিকার শীর্ষে রয়েছেন বিজয়। ৬০ শতাংশের হার নিয়ে শীর্ষে রয়েছেন বিজয়। (Murali Vijay) ঘরের মাঠে তার খেলা ৩০ টি ম্যাচের মধ্যে নয়টিতে শতরান করেছেন বিজয়। এটা দেখে মাঞ্জরেকর অবাক হয়ে বলে বসেন, “আমি মুরলিকে (কনভারশন রেট তালিকার) শীর্ষে দেখে অবাক হয়েছি।”
Sanjay Manjrekar was surprised to see Murali Vijay on top of the list of conversion rates and mentioned it in the comms. #INDvAUS https://t.co/eclG9XHNet pic.twitter.com/V24BMQkrlA
— Sameer Allana (@HitmanCricket) February 10, 2023
পরবর্তীতে মাঞ্জরেকরের কড়া এই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজয়। তার করা মন্তব্যের কড়া ভাবে উত্তর দেন সদ্য অবসর নেওয়া মুরলি। তিনি সঞ্জয় মাঞ্জরেকরকে ট্যাগ করে এক ট্যুইট করে বলেন,
“অবাক লাগছে, বাঃ। মুম্বাইয়ের কিছু প্রাক্তন ক্রিকেটার কখনই দক্ষিণের খেলোয়াড়দের প্রশংসা করতে পারে না।”
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অশ্বিনের ভেল্কিতে কাত অসিরা, নাগপুরে সহজেই প্রথম টেস্ট জিতলো ভারত
Some Mumbai ex players can never be appreciative of the south ! #showsomelove #equality #fairplayforall @sanjaymanjrekar@BCCI
— Murali Vijay (@mvj888) February 10, 2023
মাঞ্জরেকরের এই মন্তব্যে যে বেশ রেগে গিয়েছেন মুরলি, (Murali Vijay) তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, সম্প্রতি মুরলি বিজয় (Murali Vijay) সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ৩৮ বছর বয়সী এই ওপেনার নিজের কেরিয়ারে ৬১ টি টেস্টে ১২ টি সেঞ্চুরি সহ ৩৯৮২ রান করেছেন। ১৭ টি ওয়ানডে এবং ৯ টি টি-টোয়েন্টিতে যথাক্রমে ৩৩৯ এবং ১৬৯ রান সংগ্রহ করেছেন।
একদিকে যখন নাগপুরের পিচ নিয়ে সরগরম গোটা ক্রিকেট বিশ্ব। ঠিক সেখানে দাঁড়িয়ে দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এককে অপরের দিকে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত।