Murali Vijay : সুযোগ পাচ্ছেন না, দেশ ছাড়ার পরিকল্পনা নিয়েছে মুরলী বিজয়

0
775
Murali Vijay has decided to play in foreign leagues after not getting the opportunity to play for the country for consecutive years
Murali Vijay has decided to play in foreign leagues after not getting the opportunity to play for the country for consecutive years

Murali Vijay – তিরিশ বছর পেরালোই ঘোর বিপদের মুখে পড়ছে ক্রিকেটারেরা। টেস্ট দলে উপেক্ষিত হয়ে এমন বিস্ফোরক অভিযোগ তুললেন ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়।

২০১৮ সালের বর্ডার গাভাস্কার ট্রফিতে শেষ বার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেছিলো মুরলী বিজয়কে। এরপর আর তাকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যায়নি। (Murali Vijay)

টানা বছরের পর বছর দেশের হয়ে খেলার সুযোগ না পেয়ে তাই বিদেশের লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুরলী বিজয়। বিদেশের লিগে খেলবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে খুব শীঘ্রই ‘নো অবজেকশন সার্টিফিকেট নেবেন’ বলে ঠিক করেছেন মুরলী। (Murali Vijay)

আরও পড়ুনঃ Hockey World Cup 2023 : দুই ছেলে দুই দেশের হয়ে বিশ্বকাপে লড়ছে, কি করবেন বুঝে পারছেন না হেইওয়ার্ড দম্পতি

Sportstar কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজয় বলেছেন –

“আমার ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর থেকে আস্থা উঠে গেছে পুরোপুরি। তাই বিদেশের লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি একটু প্রতিযোগীতা মূলক ক্রিকেট খেলতে চাই। ভারতের ক্রিকেটারেরা তিরিশ বছর বয়স পেরোলে সবাই মনে করেন আশি বছরের বৃদ্ধ রাস্তায় ঘুরছে। সাংবাদিকদের ও এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

২০১৩-১৪ মরসুমে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিতে মুরলী বিজয়। ভারতের হয়ে ৬১ টা টেস্ট ম‍্যাচ খেলেছিলেন তিনি, করেছেন ৩৯৮২ রান, ১২ টা সেঞ্চুরির সহযোগে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : আসন্ন ভারত সফরে স্কোয়াডে জায়গা না পেয়ে চরম হতাশ অজি স্পিনার অ্যাডাম জাম্পা