ভারতের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) মেয়ে জিভা ধোনি’কে নিজের সই করা জার্সি উপহার দিলেন সদ্য বিশ্বজয়ের স্বাদ পাওয়া কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। ছোটবেলা থেকেই ফুটবলের ভীষণ ভক্ত এমএস ধোনি। বর্তমানে তার মেয়েও ফুটবল খুব ভালোবাসে। সেই জিভা’ই এখন খবরের শিরোনামে।
কারণ এমএস ধোনি’র মেয়ে’কে নিজে সই করে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পাঠিয়েছেন মেসি। সাত বছর বয়সী জিভা সেই জার্সি পরে ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছে সম্প্রতি। আর সেই ছবির ক্যাপশন দেওয়া হয়েছে- “যেমন বাবা, তেমনই মেয়ে”। মেসি’র পাঠানো জার্সি পরে জিভা’র এই ছবি সমগ্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। (MS Dhoni)
প্রসঙ্গত, ধোনি নিজে মেসি’র বড় ভক্ত। এদিকে ক্লাব ফুটবলে ধোনি’র প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। এহেন ধোনি’র মেয়েও এখন মেসি’র ভক্ত। আর আর্জেন্টিনা থেকে জিভা’র জন্য জার্সি পাঠিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।
মেসি সেই জার্সিতে লিখেছেন, “পারা জিভা”। অর্থাৎ, “জিভা’র জন্য”। জিভা’র ইনস্টাগ্রামে সেই জার্সি পরা ছবি আপলোড করা হয়েছে। ছবিতে দেখা গিয়েছে, মেসি’র ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসি’র অটোগ্রাফ। সেদিকে আঙুল দেখাচ্ছে জিভা। অপর এক ছবিতে দেখা যাচ্ছে জিভা কতটা খুশি এই জার্সি পেয়ে। (MS Dhoni)
আরও পড়ুনঃ ICC Test Rankings : মীরপুরে শাকিব’দের হারানোর চমকপ্রদ পুরষ্কার পেলেন অশ্বিন-আইয়ার, জানুন বিস্তারিত
এদিকে আর্জেন্টিনা’র বিশ্বকাপ জয় সেলিব্রেশনের জন্য লিওনেল মেসি’কে আগামী ১ লা জানুয়ারি পর্যন্ত ছুটি দিয়েছে তার ক্লাব পিএসজি। পিএসজি ম্যানেজার ক্রিস্টোফ গালটিয়ের জানিয়েছেন যে, লিওনেল মেসি ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলবেন না। দলের ম্যানেজার গত মঙ্গলবার বলেছেন যে, মেসি ২০২২ সালে প্যারিসে ফিরবেন না, নতুন বছরের পরেই প্যারিসে ফিরে আসবেন লিওনেল মেসি। (MS Dhoni)
৩৫ বছর বয়সী মেসি বুধবার স্ট্রাসবার্গের বিরুদ্ধে পিএসজি’র হোম লিগের খেলা এবং রবিবার লেন্সে ট্রিপ মিস করবেন। এই প্রসঙ্গে গালটিয়া’র সাংবাদিক’দের বলেছেন,
“শুধুমাত্র উৎসব এবং সংবর্ধনার জন্য তাকে (মেসি) আর্জেন্টিনায় ফিরতে হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তিনি আগামী ১ লা জানুয়ারি পর্যন্ত ছুটিতে থাকবেন। তিনি নতুন বছরের প্রথম সপ্তাহেই আসবেন এবং আমাদের সঙ্গে যোগ দেবেন, হয়তো ২ বা ৩ তারিখে, আমাদের সঙ্গে পুনরায় অনুশীলন শুরু করতে সক্ষম হবেন তিনি। রিকভারির জন্য ১৩ থেকে ১৪ দিন সময় লাগবে তার।”
বর্তমানে পিএসজি ১৫ টি ম্যাচ খেলার পর ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে।
আরও পড়ুনঃ Indian Cricket Team : ফিট হয়েও দলে নেই বুমরাহ, অস্ট্রেলিয়া সিরিজের আগে পন্ত’কে পাঠানো হচ্ছে NCA’তে