MS Dhoni : ধোনি ভারতের সর্বকালের কিংবদন্তি ক্রিকেটার, মানলেন সৌরভ গঙ্গোপাধ্যায় 

0
37
MS Dhoni is India's all-time legendary cricketer, says Sourav Ganguly
MS Dhoni is India's all-time legendary cricketer, says Sourav Ganguly

MS Dhoni – একসময় তার হাত ধরেই ভারতের ক্রিকেট আঙিনায় আবির্ভাব ঘটেছিলো মহেন্দ্র সিং ধোনির। তারপরের ঘটনা গুলো আর নতুন করে কিছু বলার নেই। ইদানিং একসময়ের সতীর্থ এবং ভারতের ক্রিকেটের ইতিহাসে অন‍্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করলেন ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ২০০৭ সালের বিশ্ব টি টোয়েন্টি (যা বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপ নামে পরিচিত), ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ‍্যাম্পিয়ান্স ট্রফি জিতেছিলো ভারত।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ধোনির, সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘মেন ইন ব্লু’র জার্সি ধারী অন‍্যতম সফল ক্রিকেটার বলে গন‍্য করা হয় মহেন্দ্র সিং ধোনি’কে। (MS Dhoni)

ইদানিং ভারতের জাতীয় দলের এই দুই প্রাক্তন সতীর্থ মুম্বাইয়ের একটি বিজ্ঞাপনের কাজের সূত্রে একে অপরের সাথে আলাপ করেন। ভাইরাল হয় ছবি, সেখানে দেশের দুই প্রাক্তন ক্রিকেটারকে আলোচনা করতে দেখা গেছে। পরবর্তী সময়ে ধোনির (MS Dhoni) সাথে ফের আলাপ করা নিয়ে সাংবাদিকদের কাছে বিশেষ বক্তব্য রাখতে দেখা গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যেখানে ভারতের ক্রিকেটে ধোনির অবদান নিয়ে বিশেষ মন্তব্য করতে দেখা গেছে ‘প্রিন্স অফ ক‍্যালকাটা’ কে।

“ধোনির প্রসঙ্গ উঠলে কিন্তু উনি কটা ম‍্যাচ খেলেছে সেটার মধ্যে আলোচনা সীমিত থাকতে পারে না। ব‍রং ভারতের ক্রিকেটে তার প্রভাব কতোটা সেটাই মূল আলোচ‍্য বিষয় হয়ে ওঠে। আমার সাথে ওর ইদানিং মুম্বাইতে একটি শুটের কাজ করা কালীণ দেখা হয়েছিল।

ধোনি একজন চ‍্যাম্পিয়ান ক্রিকেটার। ভারতের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের কিংবদন্তীদের একজন। রাঁচির মতো একটা রাজ‍্য, যেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারের সংখ‍্যাটাই এতোটা নগন‍্য, সেখান থেকে উঠে এসে বিশ্বকাপ জেতা, মোটেই সহজ বিষয় নয়।”

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। ভারতের হয়ে ৯০ টা টেস্ট, ৩৫০ ওয়ানডে এবং ৯৮ টা টি টোয়েন্টি ম‍্যাচ খেলেছিলেন ধোনি। তবে এখনও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি, চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক তিনি।

আরও পড়ুনঃ R Sridhar : নতুন কোচিং দায়িত্বে আসার পর নিজের তিক্ত অভিজ্ঞতার কথা ব্যক্ত করলেন আর শ্রীধর

উদীয়মান ক্রিকেটারদের ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিতে বিশেষ ভাবে প্রভাবিত করেন মহেন্দ্র সিং ধোনি। এমনটাই মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শুধুমাত্র ধোনির প্রশংসা করেছেন ‘মহারাজ’ এমনটা নয়, তার পাশাপাশি ঝাড়খণ্ডের এখনকার উদীয়মান তারকা ইশান কিষাণের’ও প্রশংসা করেছেন ভারতের ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট।

“আমার খুব গর্ব হয়। ভারতের অত্যন্ত সফল দুই অধিনায়ক উঠে এসেছে এমন জায়গা থেকে যেখানকার ক্রিকেট সংস্কৃতিকে খুব একটা পোক্ত বলে মনে করেন না মানুষ।

ধোনির উঠে আসা এরকমই এক জায়গা থেকে। ও একটা গোটা প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে। আত্মবিশ্বাস জুগিয়েছে তাদের, যে হ‍্যাঁ আমরাও কিছু করে দেখাতে পারি, এই বিশ্বাসর বীজ পুতেছে। ইশান কিষাণকে দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে কেমন পারফরম্যান্স দিচ্ছেন তিনি এখন।”

সদ‍্য বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইতে ডবল সেঞ্চুরি ক‍রেছিলেন ইশান কিষাণ। এবার তাকে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চার ম‍্যাচের টেস্ট সিরিজে। আগামী ৯ ই ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে বর্ডার – গাভাস্কার ট্রফির প্রথম ম‍্যাচ।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারত নয়, বরং অস্ট্রেলিয়া সিরিজ জিতুক এমনটাই চান শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে