MS Dhoni : কন‍্যা জিভার সাথে বর্ষবরণের অনুষ্ঠান সারলেন মহেন্দ্র সিং ধোনি, দেখুন ভিডিও

0
11
MS Dhoni : “Happy New Year 2023” – MS Dhoni welcomes New Year with daughter Ziva in style – WATCH
MS Dhoni : “Happy New Year 2023” – MS Dhoni welcomes New Year with daughter Ziva in style – WATCH

MS Dhoni : কন‍্যা জিভাকে নিয়ে বর্ষবরণের অনুষ্ঠান সারলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তখন সদ‍্য পা দিয়েছে নতুন বছর, চারিদিকে আলোর রোশনাই, আর তার মাঝে দারুণ ভাবে বর্ষবরণের অনুষ্ঠানটি সারলেন মহেন্দ্র সিং ধোনি।

৪১ বছরের বয়সী এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু এখনও আইপিএল খেলেন তিনি নিয়মিত ভাবে। তবে তার টেনিস প্রীতি সম্পর্কে ওয়াকিবহাল সকলেই। (MS Dhoni)

আইপিএল ২০২৩ এর অকশনে চেন্নাই সুপার কিংস কোনও অধিনায়ক নেওয়ার চেষ্টা করবেনা। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। আকাশের মতে ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) রিটেন করার মধ্যে দিয়ে সিএসকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে তারা আসন্ন মরশুমের জন্যে কোনও অধিনায়ক নেবেনা।

তবে ধোনি সব সময় ভবিষ্যতের জন্যে ক্রিকেটার গ্রুম করতে পছন্দ করেন। তাই চেন্নাই সুপার কিংস চাইবে ভবিষ্যতের জন্যে অধিনায়ক গ্রুম করতে, এমনটাই মনে করেন আকাশ। সে নিলামের আগে বাছাই করা ক্রিকেটার হোক কিংবা নিলামের থেকে তুলে নেওয়া কোনও ক্রিকেটার। অবশ্য ভারতের প্রাক্তন ওপেনারের মতে এক্ষেত্রে মহারাষ্ট্রের অধিনায়ক রুতরাজ গায়কোয়াড় খুব ভালো অপশন হতে পারে।

আরও পড়ুনঃ Lionel Messi : বছর বরণে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বক্তব্য রাখলেন লিওনেল মেসি

নিজের You Tube চ‍্যানেলের ভিডিও চেন্নাই সুপার কিংসের ভবিষ্যত অধিনায়ক সম্পর্কে বলা কালীণ আকাশ বলেছেন,

“চেন্নাই ইতিমধ্যে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, যে আগামী মরশুমের জন্যে ধোনিকে ক‍্যাপ্টেন করে এগোবে তারা। সিএসকে জাদেজাকে ক‍্যাপ্টেন হিসেবে দেখছেনা, ভবিষ্যতে কি হবে সেট এখনই বলা যাচ্ছে না। ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তারা রুতরাজ গায়কোয়াড় হিসেবে দেখতে পারে, কিন্তু তারা কি রুতরাজের উপর বাজী ধরবে, নাকি অন‍্য কোনও বিকল্প খোঁজার চেষ্টা করবে। এটা দেখার বিষয় হবে।”

বেশ কিছু  বিকল্প বিদেশি আছে যাদের ক‍্যাপ্টেন করার কথা ভাবতে পারে চেন্নাই, এব‍্যাপারে আকাশ কেন উইলিয়ামসনের কথা বলেছেন, উইলিয়ামসন অনেকটা ধোনির (MS Dhoni) মতো অধিনায়ক, মাঠে খুব বেশি একটা ইমোশন দেখাতে পছন্দ করে না। এছাড়া চাপের মুখে কখনও ভেঙে পড়েনা।

আরও পড়ুনঃ PAK vs NZ : এবার ওয়ানডে দল নির্বাচন নিয়ে সমস্ত সমালোচনার জবাব দিলেন অধিনায়ক বাবর আজম