Most Expensive Players at WPL auction : তিন কোটির অধিক দামে আরসিবিতে যোগ দিলেন স্মৃতি মান্ধানা

0
45
Most  Expensive Players at WPL auction : Smriti Mandhana first player sold at WPL auction, goes to RCB for INR 3.4 crore
Most  Expensive Players at WPL auction : Smriti Mandhana first player sold at WPL auction, goes to RCB for INR 3.4 crore

Most  Expensive Players at WPL auction – মেয়েদের ক্রিকেটের নতুন যুগের সূচনা হলো সোমবার ১৩ ই ফেব্রুয়ারি। এদিন মুম্বাইতে অনুষ্ঠিত হলো প্রথম বারের মতো উমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। সেখানে স্মৃতি মান্ধানা, এলিস পেরি, হরমনপ্রীত কউর, সোফি এক্লেস্টন, এলিসা হিলির মতো বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের নাম’ও ছিলো। নিলামে নাম ওঠা প্রথম ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা।

মান্ধানা ক‍্যাপ্টেন্সি মেটেরিয়াল। তাকে ৩.৪০ কোটি টাকার বিনিময়ে দলে তুলে নিয়েছে র‍য়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউরকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনের কে ৩.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাট জায়ান্টস। তিনি দ্বিতীয় দামী ক্রিকেটার। ইউপি ওয়ারিওরজ ২.৬০ কোটি টাকা দিয়ে দলে তুলে নিলো ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মাকে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : দ্বিতীয় টেস্টেও খেলবেন রাহুল, মনে করেন গাভাস্কার

মহিলাদের প্রিমিয়ার লিগের অকশনে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের তালিকা (Most Expensive Players at WPL auction) :

১. স্মৃতি মান্ধানা (৩.৪০ কোটি টাকার বিনিময়ে আরসিবি তে গেলেন)

২. অ্যাশলে গার্ডনের (৩.২০ কোটি টাকার বিনিময়ে গুজরাট জায়ান্টসে গেলেন)

৩. ন‍্যাটালি স্কিভিয়ের (৩.২০ কোটি টাকার বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্সে গেলেন)

৪.দীপ্তি শর্মা (২.৬০ কোটি টাকার বিনিময়ে গেলেন ইউ পি ওয়ারিওরজ এ)

৫. বেথ মুনী (২.০০ কোটি টাকার বিনিময়ে গেলেন গুজরাট জায়ান্টসে)

আরও পড়ুনঃ Ranji Final : ইডেনে বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির ফাইনাল দেখা সম্পূর্ণ বিনামূল্যে