অঘটনের বিশ্বকাপ (FIFA World Cup 2022)। ছোটো ছোটো দেশ গুলো যেভাবে ফুটবল পাওয়ার হাউস গুলো’কে হারিয়ে দিচ্ছে সেটা সত্যিই ভীষণ প্রশংসনীয়। রোববার রবার্তো মার্টিনেজের বেলজিয়াম’কে যেভাবে খেলার শেষ অবধি চাপে রাখলো মরোক্কো দল, তা সত্যিই ভীষণ প্রশংসনীয়। হাকিম জিয়েখ এবং সোফিয়ানে বৌফাল মরোক্কোর জয়ের অন্যতম কারিগর এদিন।
ক্রোয়েশিয়ার সাথে প্রথম ম্যাচ গোল শূন্য ভাবে ড্র করার পর এদিন বেলজিয়াম কে হারিয়ে ঘরে পুরো ৩ পয়েন্ট তুলে নিলো মরোক্কো। এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2022) ডিরেক্ট ফ্রি কিক থেকে প্রথম গোল করলেন মরোক্কোর সাবিরি।
সাবিরি দুরন্ত গোল করার পর একেবারে ইনজুরি টাইমে বেলজিয়ামের কফিনে শেষ পেরেকটা পুঁতে যান জাকারিয়া আবহুকাল। (FIFA World Cup 2022)
The Atlas Lions get a huge win over Belgium.@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022
আরও পড়ুনঃ East Bengal : ক্লেটনের জোড়া গোলে জামশেদপুর’কে হারালো ইস্টবেঙ্গল
মরোক্কোর বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগেই বিতর্কিত মন্তব্য করেছিলেন বেলজিয়ামের তারকা ইডেন হ্যাজার্ড, তাকে রেড ডেভিলসদের কাপ জয়ের কতোটা সম্ভাবনা, সেই বিষয় জানতে চাওয়া হলে বলেন –
“সত্যি কথা বলতে চার বছর আগে আমাদের কাছে বিশ্বকাপ জেতার সেরা সুযোগ ছিলো। আমাদের দলটা চার বছর আগে এখনকার তুলনায় অনেক বেশি ভালো ছিলো। তবে এখনও যথেষ্ট গুন আছে আমাদের ম্যাচ অথবা বিশ্বকাপ জেতার। দলে বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার আছে, আছে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার কুর্তোয়া। বিশ্বের সেরা মিডফিল্ড আমাদের, স্ট্রাইকার ও সেরা। আমরা কাপ জেতার মানসিকতা নিয়েই খেলতে নামছি।
বেলজিয়াম বিশ্বকাপ টা জিততেই পারে যদি আমরা ফর্মে থাকি। না থাকলে জেতা কঠিন।”