Mohammed Shami : অনেক আগেই ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন শামি, কিন্তু শাস্ত্রীর পরামর্শে বদলে যায় তার জীবন

0
17
Mohammed Shami : 'Shami came to me angry, said 'I want to quit cricket'. I immediately took him to Ravi Shastri and...'': Ex-India coach
Mohammed Shami : 'Shami came to me angry, said 'I want to quit cricket'. I immediately took him to Ravi Shastri and...'': Ex-India coach

বছরটি ছিল ২০১৮। সেই বছর ইংল্যান্ড সফরের আগে মহম্মদ শামি (Mohammed Shami) ইয়ো-ইয়ো টেস্টে ব্যর্থ হয়েছিলেন। শামি হয়তো নিজেও জানতেন না, ইয়ো-ইয়ো টেস্টে ব্যর্থতা তার চিত্তাকর্ষক আন্তর্জাতিক কেরিয়ারে একটি প্রধান টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হবে। সেই সময়ে শামির কেরিয়ার কিছুটা নড়বড় করছিল।  কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ান শামি। আর এর পিছনে রয়েছে তৎকালীন কোচ রবি শাস্ত্রীর বড় ভূমিকা।

প্রাক্তন ভারতীয় বোলিং কোচ ভরত অরুণ সম্প্রতি জানিয়েছেন যে, মেন ইন ব্লুর ইংল্যান্ড সফরের আগে রবি শাস্ত্রীর সঙ্গে শামি যে কথাবার্তা বলেছিলেন, সেটা তার জীবন বদলে দিয়েছিল। স্পিডস্টার মহম্মদ শামি ব্যক্তিগত কারণে ক্রিকেট ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সেই সময়। আর তার পরে রবি শাস্ত্রীর কিছু পরামর্শেই ফের দুরন্ত প্রত্যাবর্তন করেন শামি। (Mohammed Shami)

ক্রিকবাজকে সম্প্রতি অরুণ জানান, (Mohammed Shami)

“২০১৮ সালে ইংল্যান্ড সফরের ঠিক আগে, আমাদের একটি ফিটনেস পরীক্ষা হয়েছিল এবং শামি তাতে ব্যর্থ হয়েছিল। ও ভারতীয় দলে ওর জায়গা হারিয়েছিল। ও আমাকে ফোন করে বলেছিল যে, আমার সঙ্গে কথা বলতে চায়। তাই আমি ওকে আমার রুমে আমন্ত্রণ জানিয়েছিলাম। ও ব্যক্তিগত অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিল। ওর ফিটনেস প্রভাবিত হয়েছিল, মানসিক ভাবে ও চাপে ছিল।

ও আমার কাছে এসে বলেছিল, আমি খুব চাপে আছি, আমি ক্রিকেট ছেড়ে দিতে চাই। আমি তখনই রবি শাস্ত্রীর সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিলাম শামিকে। শাস্ত্রীর রুমে গিয়ে আমি বলি – ‘রবি, শামি কিছু বলতে চায়।’ এরপর রবি শামি কী বলতে চায়, সেটা জানতে চাইলে, শামি ওকে সেই একই কথা বলে, যে   ও আর ক্রিকেট খেলতে চায় না। তখন আমরা দুজনেই জানতে চাইলাম যে, ক্রিকেট না খেললে কী করবে ? …”

প্রসঙ্গত, ভারতের স্কোয়াড থেকে বাদ পড়ায়, শামির (Mohammed Shami) স্থলাভিষিক্ত হন দিল্লির পেসার নভদীপ সাইনি, যিনি সেই সময়ে আনক্যাপড ছিলেন। শামির যন্ত্রণাকে শক্তিতে পরিণত করার পরামর্শ দিয়েছিলেন রবি শাস্ত্রী।  এবং বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চার সপ্তাহ কাটিয়ে প্রত্যাবর্তনের পথ মজবুত করার জন্য উৎসাহ দিয়েছিলেন। যে কারণে শামিকে নিজের শহরের পরিবর্তে এনসিএতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রবি শাস্ত্রী।

আর এই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, সেটা প্রমাণিত হয়, যখন মহম্মদ শামি (Mohammed Shami) পুনরায় দাপটের সঙ্গে প্রত্যাবর্তন করেন।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কোহলি, জাদেজাদের “পাঠান” ডান্স স্টেপ দেখে মন্তব্য করলেন শাহরুখ খান

অরুণ আরও বলেন,

“তাই রবি বলল, এটা ভালো যে তুমি রেগে আছো। এটা তোমার সঙ্গে সবচেয়ে ভালো ব্যাপার ঘটেছে। কারণ তোমার হাতে একটা বল আছে। তোমার ফিটনেস খারাপ। তোমার যত রাগই থাকুক না কেনো, তা তোমার শরীর থেকে বের করে দাও। আমরা তোমাকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠাতে যাচ্ছি এবং চাই তুমি সেখানে ৪ সপ্তাহের জন্য যাও এবং সেখানে থাকো। বাড়িতে যেও না, এবং শুধুমাত্র এনসিএ-তে যাবে। এটা শামির জন্যও ভালো ছিল। কারণ তখন ওর কলকাতায় যেতে সমস্যা হচ্ছিল। তাই ও এনসিএ-তে ৫ সপ্তাহ কাটায়।

আমার এখনও মনে আছে, ও আমাকে ফোন করে বলেছিল, স্যার, আমি একেবারে স্টালিয়নের মতো হয়ে গেছি। আমাকে যত খুশি দৌড় করাতে পারেন। শামি ওখানে যে ৫ সপ্তাহ কাটিয়েছিল, ও বুঝতে পেরেছিল যে, কী ফিটনেস নিয়ে ওকে কাজ করতে হবে।”

কার্যত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অনুপস্থিত থাকার পর, ফিট হয়ে যাওয়া শামিকে ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের দলে ডাকা হয়েছিল। শামি (Mohammed Shami) ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলেন। ভারতের পেস স্পিয়ারহেড শামি ইংল্যান্ড সিরিজে অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। তিনি মোট ১৬ উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুনঃ Gary Kirsten : আমি ভারতীয় দলে যোগ দেওয়ায় খুশি হননি সচিন, ভারতীয় দলের সাথে তার প্রথম অভিজ্ঞতার কথা জানালেন গ্যারি কার্স্টেন