IND vs BAN 2022 : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পরায় বিস্ফোরক মন্তব্য করলেন মহম্মদ শামি ! বললেন…

0
34
Mohammed Shami made explosive comments after being dropped from the IND vs BAN 2022 ODI series
Mohammed Shami made explosive comments after being dropped from the IND vs BAN 2022 ODI series

ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামি চোটের কারণে (IND vs BAN 2022) বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন। শামি’র কাঁধে চোট রয়েছে। শামি’র জায়গায় ভারতীয় ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তরুণ উদীয়মান পেসার উমরান মালিক।

সিরিজ থেকে ছিটকে গিয়ে সম্প্রতি শামি তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যাতে তাকে হাসপাতালে চেকআপ করাতে দেখা যাচ্ছে। হাসপাতালে শামি’র চিকিৎসা করার ছবি দেখে ভক্ত’রা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। (IND vs BAN 2022)

সোশ্যাল মিডিয়ায় শামি’র শেয়ার করা ছবিতে তাকে হাসপাতালের বিছানায় শুয়ে চেকআপ করাতে দেখা যাচ্ছে। একজন মহিলা ডাক্তার’কে শামি’র কাধের চেকআপ করতে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে শামি লিখেছেন যে তিনি তার ক্যারিয়ারে অনেকবার চোটের সম্মুখীন হয়েছেন এবং তা থেকে অনেক কিছু শিখেছেন তিনি। শামি তার ভক্ত’দের তার একটি শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য আশ্বাস দিয়েছেন।

মহম্মদ শামি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন –

“আঘাত, সাধারণভাবে আপনাকে প্রতিটি মুহূর্তের কদর করতে শেখায়। আমি আমার ক্যারিয়ার জুড়ে বহু আঘাত পেয়েছি। …. এটি আপনাকে অন্য দৃষ্টিভঙ্গি দেয়। আমি যতবারই আঘাত পেয়েছি, আমি সেই আঘাত থেকে কিছু না কিছু শিখেছি এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি।”

কার্যত, টি-২০ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া থেকে ফিরে অনুশীলনে চোট পান মহম্মদ শামি। এখন বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজেও তিনি খেলতে পারবেন কি না এই নিয়ে তীব্র আশঙ্কার সৃষ্টি হয়েছে। শামি’র কাঁধের চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। (IND vs BAN 2022)

আরও পড়ুনঃ Mumbai Indians : এমআই এমিরেটস এবং এমআই কেপটাউন দলের গুরুদায়িত্ব এই দুই বিদেশী তারকা’কে দিয়ে সকলের নজর কাড়লো মুম্বাই ইন্ডিয়ান্স

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে এখন ফাস্ট বোলিংয়ের দায়িত্ব পড়বে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, উমরান মালিক ও কুলদীপ সেনের কাঁধে। (IND vs BAN 2022)

৩২ বছর বয়সী মহম্মদ শামি এখনও পর্যন্ত ভারতের হয়ে ৬০ টি টেস্ট ম্যাচে ২১৬ উইকেট নিয়েছেন, আর শামি’র ৮২ টি ওয়ানডে’তে ১৫২ টি উইকেট রয়েছে। শামি ২৩ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৪ টি উইকেট শিকার করেছেন।

চোটপ্রাপ্ত মহম্মদ শামি’র জায়গায় দলে অন্তর্ভুক্ত হওয়া উমরান মালিক সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে’তে অভিষেক করেছেন। (IND vs BAN 2022)

আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : লালা ব্যবহারে নিষেধাজ্ঞা, তাই লিচের টাকে বল ঘষলেন রুট ! দেখুন সেই ভাইরাল ভিডিও