
IND vs AUS 2023 – আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে পেসার মহম্মদ শামির পুরোপুরি ফিট হয়ে উঠবেন তো ? এমনটাই প্রশ্ন তুললেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।
ইদানিং সময় একাধিকবার চোট পেয়েছিলেন মহম্মদ শামি। ফিটনেস সমস্যায় প্রায়শই ভুগতে দেখা যায় তাকে। কার্তিক বলেছেন প্রসঙ্গ যদি হয় পেশাদারিত্বের তাহলে সেক্ষেত্রে জসপ্রীত বুমরাহ’র ধারেকাছে নেই মহম্মদ শামি। ট্রেনিং টাও নাকি বুমরাহ’র মতো করে উঠতে পারেন না শামি। (IND vs AUS 2023)
পিঠের চোটের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। বর্তমানে চোটাঘাত অনেকাংশে সারিয়ে তুলেছেন তিনি। ইতিমধ্যে নেটে বোলিং’ও শুরু করে দিয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ’র বদলে খেলার সুযোগ পেয়েছিলো শামি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে কাঁধে চোট পেয়েছিলেন। (IND vs AUS 2023)
A cracking unbeaten 71-run stand between @ShreyasIyer15 (29*) & @ashwinravi99 (42*) power #TeamIndia to win in the second #BANvIND Test and 2⃣-0⃣ series victory 👏👏
— BCCI (@BCCI) December 25, 2022
Scorecard – https://t.co/CrrjGfXPgL pic.twitter.com/XVyuxBdcIB
এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার সম্ভাবনা জোড়ালো ভারতের। তাই আগামী ফেব্রুয়ারি – মার্চ মাস জুড়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ বুমরাহ -শামিকে খেলাতে চাইবে ভারত। সংশ্লিষ্ট সিরিজে জসপ্রীত বুমরাহ’র প্রত্যাবর্তনের ব্যাপারে নিশ্চিত কার্তিক, তিনি বলেছেন –
“আমার প্রশ্ন মহম্মদ শামিকে নিয়ে, প্রসঙ্গ যখন পেশাদারিত্বের তখন বুমরাহ’র ধারেকাছে নেই শামি। এমনকি ট্রেনিংয়ের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। খালি চোটাঘাত লাগতেই থাকে শামি’র। বড্ডো চোটপ্রবণ।”
ইদানিং সময় ভারতীয় ক্রিকেট দল একাধিক চোটাঘাতের সমস্যায় ভুগেছে। এই বিষয় কার্তিকের বক্তব্য –
“বিভিন্ন কারণে ভারতের গোটা ব্যাক আপ টিম টাই চোটাঘাত সমস্যায় ভুগেছে। এবিষয় ভারতীয় ক্রিকেট দল এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক হয়ে কোনও একটা সিদ্ধান্তে আসতে হবে, তাদের কোনও উপায় খুঁজে বের করতে হবে যার দ্বারা দীর্ঘ সময়ে জন্যে জাতীয় দলের ক্রিকেটারেরা ফিট থাকে।”
বুমরাহ, শামি ছাড়া ভারতীয় ক্রিকেট দল অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সার্ভিস মিস করে আসছে দীর্ঘ দিন ধরে। (IND vs AUS 2023)
এবার এশিয়া কাপে খেলাকালীণ হাঁটুতে চোট পেয়েছিলেন জাদেজা।
আরও পড়ুনঃ Zidane : জিদানকে ব্রাজিলের কোচ হিসেবে চাইছে নেইমার’রা