
IND vs NZ 2022 – নিউজিল্যান্ডে ভারতের প্রাক্তন কোচ জন রাইটের দেখা করলেন মহম্মদ কাইফ, জাহির খান এবং সাইরাজ বাহুতুলে। পরবর্তী সময়ে কাইফ তার সতীর্থদের সাথে প্রাক্তন ভারত কোচের সাথে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছবির ক্যাপশান টিতে মজা করে রাইটকে তার ২০ বছরের গাড়ি বদলানোর পরামর্শ দিয়েছেন কাইফ।
ক্যাপশানে মহম্মদ কাইফ লিখেছেন –
“দেখুন নিউজিল্যান্ডে কার সাথে দেখা হয়েছে, আমাদের প্রিয় জন রাইট। অনেক পুরনো কথা আলোচনা হলো, সবার এখনকার বিষয় নিয়েও কথা হলো, ওনার সাথে একটু ঠাট্টা হলো। কোচের ২০ বছরের পুরনো গাড়ি বিক্রি করার সময় হয়েছে।”
ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশি কোচ জন রাইট। ২০০০ সালে রাইট’কে টিম ইন্ডিয়ার প্রধান কোচ করা হয়। তিনি ৫ বছর দায়িত্ব পালন করেছিলেন। (IND vs NZ 2022)
Preps 🔛 #TeamIndia gear up for the 3⃣rd #NZvIND ODI in Christchurch 👌 👌 pic.twitter.com/2nkFpFNi77
— BCCI (@BCCI) November 29, 2022
ভারতীয় দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শিখিয়েছিলেন রাইট। প্রসঙ্গত, সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারত’কে ৭ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। কিউয়িরা ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিরিজে। ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩০৬ রান তোলে ভারত, হাফ সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার (৮০), শিখর ধাওয়ান (৭২) এবং শুভমান গিল (৫০)। নিউজিল্যান্ডের তরফে তিনটি করে উইকেট নেন লকি ফার্গুসন এবং টিম সাউদি। (IND vs NZ 2022)
ভারতের দেওয়া ৩০৭ রান তাড়া করতে নেমে একটা সময় নিউজিল্যান্ডের স্কোর হয়ে দাড়িয়েছিলো ৩ উইকেটে ৮৮ রান। এরপর চতুর্থ উইকেটে টম ল্যাথাম (১৪৫*) এবং নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (৯৪*) ২২১ রান জুড়ে ম্যাচ বের করেন। ভারতের তরফে অভিষেক ম্যাচে ২ উইকেট নেন উমরান মালিক।
এর আগে টি টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছিলো। এরপর দ্বিতীয় ম্যাচ ৬৫ রানে জিতেছিলো ভারত, সেঞ্চুরি করেছিলেন সূর্য কুমার যাদব (১১১), ৪ উইকেট নেন দীপক হুডা। তৃতীয় টি টোয়েন্টি বর্ষার জেরে ভেস্তে গেছিলো, ম্যাচে ১৬১ রানতাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিলো ৪ উইকেটে ৭৫ রান, ৯ ওভার শেষে।