IND vs AUS 2023 : দ্বিতীয় টেস্টে ওয়ার্নারকে বাদ দেওয়ার দাবী জানালেন জনসন 

0
16
Mitchell Johnson demanded that David Warner be dropped in the second Test of IND vs AUS 2023 test series
Mitchell Johnson demanded that David Warner be dropped in the second Test of IND vs AUS 2023 test series

IND vs AUS 2023 – ইদানিং ভারতের মাটিতে টেস্টে ফের আরেকবার ব‍্যর্থ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর থেকেই সমালোচনা হজম করে যেতে হচ্ছে তাকে। ভারতের মাটিতে মাত্র ২০ গড়ে টেস্টে ব‍্যাট করেছেন ওয়ার্নার, নাগপুর টেস্টের প্রথম এবং দ্বিতীয় ইনিংসে তার রান সংখ্যা যথাক্রমে ১ এবং ১০। অস্ট্রেলিয়া তিনদিনে সেই ম‍্যাচ হেরেছিলো এক ইনিংস এবং ১৩২ রানে।

আগামী শুক্রবার থেকে দিল্লিতে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ওয়ার্নার কে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন অসি পেসার মিচেল জনসন। তার বক্তব্য – (IND vs AUS 2023)

“আমি ডেভিড ওয়ার্নারকে বাদ দিতাম। বদলে ওপেন করতে পাঠাতাম ম‍্যাথু রেনশকে, এবং মিডল অর্ডারে আনতাম ট্রাভিস হেডকে। যদি উপমহাদেশের মাটিতে গতবারের পারফরম্যান্স মাথায় রেখে দল তৈরি করা হয়, তাহলে ওয়ার্নারকে বাদ দিতে সমস‍্যা কোথায় ? আমার কাছে এই ব‍্যাপারটা স্পষ্ট নয়।”

ওয়ার্নার ভারতে নয়টি টেস্ট ম্যাচ খেলেছে। করেছেন ৩৯৯ রান ২২.১৬ গড়ে। সর্বোচ্চ ৭১ রান। সূত্রের খবর অনুযায়ী নাগপুর টেস্টে খেলার সুযোগ না পাওয়া ট্রাভিস হেডকে দিল্লিতে দ্বিতীয় টেস্টে খেলানো হবে ওয়ার্নারের বদলে। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : দিল্লিতে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে ঘরের মাঠে সেঞ্চুরি করবেন কোহলি, নিশ্চিত গাভাস্কার

অবশ্য ওয়ার্নারকে আর একটা অন্তত সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর। তার বক্তব্য –

“ডেভিড অনেকটা সময় ধরে জাতীয় দলে আছে। মানছি ও বেশ অনেকটাই সুযোগ পেয়েছে ইতিমধ্যে। তবে আমার মতে ওকে আরেকটা সুযোগ দেওয়ার দরকার।

ওয়ার্নার এবং উসমান খোয়াজা ব‍্যাট করতে নামছে এবং শুরু থেকেই রবিচন্দ্রন অশ্বিনের বল খেলতে হচ্ছে, পরের দিকে রবীন্দ্র জাদেজা, তাই কোথাও ব‍্যাট করতে হবে সেটা কোনও ম‍্যাটার করেনা। তাই আমি চাই টিম এখন এই ওপেনিং জুঁটিকে খেলিয়ে যাক।”

নাগপুর টেস্টে ওয়ার্নারের পাশাপাশি ব‍্যর্থ দলের আরেক ওপেনার উসমান খোয়াজা, দুই ইনিংসে তিনি করেছেন যথাক্রমে ১ এবং ৫ রান।

আরও পড়ুনঃ WPL 2023 : চিনে নিন আজকের মহিলাদের আইপিএলের নিলামের অকশনার মল্লিকা সাগরকে