বিশ্বকাপের (FIFA World Cup 2022) শুরুতেই বড়ো হোঁচট খেলো আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেলো মেসিরা। ২-১ গোলে সৌদি আরব হারিয়ে দিলো আর্জেন্টিনা’কে।
ম্যাচে দুর্দান্ত ডিফেন্স করেছে সৌদি আরবের ফুটবলার’রা। প্রশংসা করতেই হয় সৌদি আরবের গোলকিপার আলওয়াইসি’র। তাকে পরাস্ত করতে পারলেন না মেসি, ডি’মারিয়া’রা। (FIFA World Cup 2022)
Saudi Arabia beat Argentina. @adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 22, 2022
যদিও খেলার শুরুতে বেশ ভালো খেলছিলো আর্জেন্টিনা। ম্যাচের দুই মিনিটেই সুযোগ করে নিয়েছিলো ‘মারাদোনার দেশ’। ডান দিক থেকে বল পেয়ে লাউতারো মার্তিনেজকে দেন ডি’মারিয়া। মার্তিনেজ সেই বল ব্যাকহিলে বাড়িয়ে দেন মেসিকে। গড়ানো শটে গোল করার চেষ্টা করে মেসি, কিন্তু সৌদির গোলকিপার সেভ দিয়ে দেন সেই শট। (FIFA World Cup 2022)
এরপর মিনিট দশেকের মাথায় গোল করে আর্জেন্টিনা’কে এগিয়ে দেয় মেসি। ভার প্রযুক্তির সাহায্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেসি। এছাড়া প্রথমার্ধে আরও তিনটে গোল করতে পারতো আর্জেন্টিনা, কিন্তু প্রতিটা গোল অফসাইডের জন্যে বাতিল হয়ে যায়। (FIFA World Cup 2022)
মেসিকে বগলদাবা করতে খানিকটা শারীরিক শক্তির প্রয়োগ করে সৌদি আরবের ফুটবলার’রা। জোনাল মার্কিংয়ে লিওকে ধরে রাখতে চেয়েছিলো তারা। তাই বারবার খেলার সময় জায়গা বদলে ফেলছিলো মেসি।
খেলার রং বদলে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করে এগিয়ে যায় সৌদি আরব। আর্জেন্টিনার ডিফেন্সের ভুলে সুযোগ নিয়ে প্রথমে গোল করেন আলশেহরি। ম্যাচে সমতায় ফেরার পর খেলা বদলে যায় সৌদি আরবের।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : টি টোয়েন্টির ছন্দ ওয়ানডেতে বজায় রাখতে চান সূর্য কুমার যাদব
গোল করার পর খেলার ধরন বদলে যায় সৌদি আরবের। আরও আক্রমণাত্মক খেলা শুরু করে তারা। প্রথম গোল হজম করার রেশ কাটার না কাটার আগেই দ্বিতীয় গোল হজম করে মেসি’রা। সালেম আলদাওশারি দলের হয়ে জয় সূচক গোলটি করেন।
এরপর একাধিকবার গোল করার চেষ্টা করেছিল আর্জেন্টিনা, কিন্তু কিছুতেই হার মানেননি সৌদি আরবের গোলকিপার আলওয়াইসি। শেষ অবধি হেরে মাঠ ছাড়ে মেসিরা।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : সিরিজ জিতেও হতাশ হার্দিক পান্ডিয়া