Messi : মেসির নামে সদ‍্যোজাত সন্তানদের নাম রাখার ধুম লেগেছে বিশ্বে !

0
18
Messi : One in 70 babies born in December named after Lionel Messi after FIFA World Cup win - Reports
Messi : One in 70 babies born in December named after Lionel Messi after FIFA World Cup win - Reports

Messi – রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাসে জন্ম নেওয়া গড়ে সত্তর জনের মধ‍্যে একজন সদ‍্যোজাতকের নাম রাখা হয়েছে লিওনেল মেসির নামে। রিপোর্ট অনুযায়ী পুত্র হলে লিওনেল এবং কন‍্যা সন্তান হলে তার নাম রাখা হয়েছে লিওনেলা।

শুধুমাত্র মেসি একা নন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের একাধিক তারকা, যেমন জুলিয়ান আলভারেজ এবং এমিলিয়ানো মার্টিনেজের নামে একাধিক নাম রেজিস্টার হয়েছে বলে শোনা যাচ্ছে। (Messi)

দক্ষিণ আমেরিকার ফুটবল ঐতিহ্য বরাবর খুবই প্রভাবশালী। আর্জেন্টিনা এবং ব্রাজিলে বিষয়টা একেবারে আলাদা মাত্রা ছুঁয়েছে। তাই আর্জেন্টিনার দলের ফুটবলার দের এই মাতামাতি দেখে অবাক হওয়ার কোনও কারণ নেই। (Messi)

দীর্ঘ ৩৬ বছর পর ফের আরেকবার বিশ্বকাপ জেতার নজির গড়েছিলো আর্জেন্টিনা। গোটা টুর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবল খেলেছিলেন মেসি। দলকে দারুণ ভাবে চালনা করেছিলেন তিনি। গোটা টুর্নামেন্ট জুড়ে। টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে পেয়েছিলেন গোল্ডেন বল। সেরা গোলকিপার হয়েছিল মার্টিনেজ এবং সেরা যুক্ত ফুটবলারের সন্মান পান এঞ্জো ফার্নান্দেজ।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : আক্সার, চাহালের পারফরম্যান্স দেখে স্বস্তি পেলেন প্রাক্তন ভারত তারকা

দীর্ঘ ১৬ বছরের প্রতিক্ষার শেষে অবশেষে বিশ্বকাপ জেতার পর থেকে একেবারে স্বর্গারাজ‍্যে বাস করছেন লিওনেল মেসি। কাপ জয়ের রেশ কাটিয়ে অবশেষে প‍্যারিস সাঁজাতে প্রত‍্যাবর্তন করলেন মেসি।

ফরাসি ক্লাবের ট্রেনিং শিবিরে ফেরার পর দারুণ ভাবে বরণ করে নেওয়া হয় মেসিকে। সকলের মাঝ থেকে তিনি প্রবেশ করেন গার্ড অফ অনার পাওয়ার মধ্যে দিয়ে। সতীর্থদের করতালির মধ্যে দিয়ে মাঠে ঢোকার পর পিএসজির ডিরেক্টর অফ ফুটবল লুইস কাম্পোস মেসির হাতে তুলে দেন একটা দারুণ স্মারক। এবার তিনি ক্লাবে কিভাবে মেলে ধরেন এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : সূর্যের মতো খেলতে হবে বিশাল মানসিক জোরের প্রয়োজন, মত বিশ্বকাপ জয়ী তারকার