Messi : মেসির জন্যে PSG ছাড়ার সিদ্ধান্তে অনড় এমবাপ্পে

0
4697
Messi : Mbappe is adamant about the decision to leave PSG for Messi
Messi : Mbappe is adamant about the decision to leave PSG for Messi

Messi – El Nacional এর রিপোর্ট অনুযায়ী প‍্যারিস সাঁজার সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি ক্লাব সতীর্থ এমবাপ্পের রিয়াল মাদ্রিদে সই করার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এই গ্রীষ্মে প‍্যারিস সাঁজার সাথে চুক্তি শেষ হতে চলেছে এমবাপ্পের, এরপর এই ফরাসি তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে এক প্রকার বদ্ধপরিকর। শোনা যাচ্ছে এই মূহুর্তে মেসির সাথে সম্পর্ক তলানিতে ঠেকেছে এমবাপ্পের, তাই যতো শীঘ্রই সম্ভব ক্লাব ছাড়তে চাইছেন তিনি। (Messi)

চলতি গ্রীষ্মে মেসির বর্তমান পিএসজি চুক্তি শেষের পথে, এরপর অন্তত আরও একবছর এই ক্লাবের হয়ে খেলবেন তিনি। আর এই খবরটা একেবারেই ভালো নয় এমবাপ্পের জন্যে। (Messi)

গত গ্রীষ্মেও এমবাপ্পে কে পাওয়ার ব‍্যাপারে খানিকটা মরিয়া ছিলো রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই সময় পিএসজির পাহাড় প্রমাণ আর্থিক চুক্তির প্রস্তাব ফেরাত পারেননি তিনি। কিন্তু এবার মেসি, যে কিনা রিয়াল মাদ্রিদের কাছে শেষ দুই দশক একপ্রকার ত্রাস হয়ে ছিলো, তার’ই সৈজন‍্যে এবার এমবাপ্পে প‍্যারিস সাঁজা ছাড়তে বদ্ধপরিকর।

এদিকে, রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাসে জন্ম নেওয়া গড়ে সত্তর জনের মধ‍্যে একজন সদ‍্যোজাতকের নাম রাখা হয়েছে লিওনেল মেসির নামে। রিপোর্ট অনুযায়ী পুত্র হলে লিওনেল এবং কন‍্যা সন্তান হলে তার নাম রাখা হয়েছে লিওনেলা।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : এবার ফিটনেসের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে রোহিত শর্মার, মত প্রাক্তন তারকার

শুধুমাত্র মেসি একা নন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের একাধিক তারকা, যেমন জুলিয়ান আলভারেজ এবং এমিলিয়ানো মার্টিনেজের নামে একাধিক নাম রেজিস্টার হয়েছে বলে শোনা যাচ্ছে। (Messi)

দক্ষিণ আমেরিকার ফুটবল ঐতিহ্য বরাবর খুবই প্রভাবশালী। আর্জেন্টিনা এবং ব্রাজিলে বিষয়টা একেবারে আলাদা মাত্রা ছুঁয়েছে। তাই আর্জেন্টিনার দলের ফুটবলার দের এই মাতামাতি দেখে অবাক হওয়ার কোনও কারণ নেই। (Messi)

দীর্ঘ ৩৬ বছর পর ফের আরেকবার বিশ্বকাপ জেতার নজির গড়েছিলো আর্জেন্টিনা। গোটা টুর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবল খেলেছিলেন মেসি। দলকে দারুণ ভাবে চালনা করেছিলেন তিনি। গোটা টুর্নামেন্ট জুড়ে। টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে পেয়েছিলেন গোল্ডেন বল। সেরা গোলকিপার হয়েছিল মার্টিনেজ এবং সেরা যুক্ত ফুটবলারের সন্মান পান এঞ্জো ফার্নান্দেজ।

দীর্ঘ ১৬ বছরের প্রতিক্ষার শেষে অবশেষে বিশ্বকাপ জেতার পর থেকে একেবারে স্বর্গারাজ‍্যে বাস করছেন লিওনেল মেসি। কাপ জয়ের রেশ কাটিয়ে অবশেষে প‍্যারিস সাঁজাতে প্রত‍্যাবর্তন করেছিলেন মেসি কয়েক দিন আগে।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডোর খেলার প্রতি প‍্যাশন ফেরানোটা এখন চ‍্যালেঞ্জ আল নাসরের কোচের