Messi : পরের বিশ্বকাপেও খেলবেন মেসি, আশাবাদী আর্জেন্টিনার কোচ স্ক‍্যালোনী

0
23
Messi : Lionel Scaloni believes Messi could play in the 2026 World Cup
Messi : Lionel Scaloni believes Messi could play in the 2026 World Cup

Messi – ২০২৬ সালে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপেও খেলবেন আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার মেসি। এবিষয় আশাবাদী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক‍্যালোনী।

গতবছর ডিসেম্বরে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা। এটাই কেরিয়ারের প্রথম বিশ্বকাপ লিওনেল মেসির। কাতারে সাত ম‍্যাচে সাতটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। পেয়েছেন বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল।

এবারের বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর সাংবাদিকদের মেসি জানিয়েছিলেন দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। কারণ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ান হিসেবে খেলার স্বাদ নিতে চান তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্ক‍্যালোনী বলেছেন মেসি আগামী বিশ্বকাপে ট্রফি রক্ষার কাজে নামবেন, তার বক্তব্য,

“আমার বিশ্বাস মেসি পরবর্তী বিশ্বকাপে খেলবে। এখনও অনেকটা সময় বাকি আছে ভালো খারাপ বিচার করা। ওর জন্যে সব সময় দরজা খোলা। ও মাঠে সব সময় খুশি থাকে, এটা আমাদের দলের জন্য ভালো।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ক‍্যাচ নিতে গিয়ে বড়সড় বিপদের মুখোমুখি হলেন শ্রেয়স – উমরান, দেখুন ভিডিও

আগামী বিশ্বকাপ আসার সময় মেসির বয়স হবে ৩৯। তখন তিনি খেলবেন কিনা, সেটাই দেখার বিষয়। বুধবার অ্যাঙ্গারসের বিরুদ্ধে লিগের ম‍্যাচের মধ্যে দিয়ে ফের ক্লাব ফুটবলে যাত্রা শুরু ক‍রবেন মেসি।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : সামিকে সানাকাকে আউট করতে দিলেন না রোহিত, দেখুন ভিডিও