Messi – বাইজুর জন্যে নিজের সাম্প্রতিকতম ইনস্টাগ্রাম পোস্টে ভারতীয়দের মতো নমস্কার সম্বোধন করতে দেখা গেছে লিওনেল মেসি কে। গত নভেম্বর মাসে বাইজুর গ্লোবাল ব্রান্ড অ্যাম্বাসডর হিসেবে নেওয়া হয়েছিল আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কে।
৯ ই জানুয়ারিতে বাইজুর জন্যে করা মেসির সেই পোস্টে তাকে ভারতীয়দের মতো নমস্কার সম্বোধন করতে দেখা গেছে। এর মারফত তিনি সংশ্লিষ্ট কোম্পানির ‘Education For All” উদ্যোগের প্রচার করছেন।
শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বিশ্বের প্রতিটি শিশুকে তাদের প্রাপ্য অধিকার দিতে হবে। প্যারিস সাঁজাতে খেলা এই মহাতারকা লিখেছেন,
“শিশুরাই আমাদের ভবিষ্যত। প্রতি শিশু,তারা কোথায় জন্ম নিচ্ছে অথবা কেমন ভাবে বেড়ে উঠছে, সেই সব দিকে নজর না দিয়ে, তারা যাতে সবাই একই ভাবে বড়ো হয়ে উঠতে পারে তারজন্য ‘Education For All’ উদ্যোগ টি নেওয়া হয়েছে, আমার মতে এই ছোট্টো পদক্ষেপ বিস্তর বদল আনতে পারে।”
আরও পড়ুনঃ Indian Cricket Team : ইচ্ছে না থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটের দরজা বন্ধ হতে চলেছে রোহিত-কোহলি’দের
বিশ্বকাপ জেতার পর থেকে একেবারে আলাদা মেজাজে আছে মেসি। দীর্ঘ ৩৬ বছর পর ফের আরেকবার বিশ্বকাপ জেতার নজির গড়েছিলো আর্জেন্টিনা। গোটা টুর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবল খেলেছিলেন মেসি। দলকে দারুণ ভাবে চালনা করেছিলেন তিনি। গোটা টুর্নামেন্ট জুড়ে। টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে পেয়েছিলেন গোল্ডেন বল। সেরা গোলকিপার হয়েছিল মার্টিনেজ এবং সেরা যুক্ত ফুটবলারের সন্মান পান এঞ্জো ফার্নান্দেজ।