Cristiano Ronaldo – দুজনেই কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। কিন্তু এখনও অবধি তরজা জারি তাদের ফ্যানেদের মধ্যে কে বড়ো কার থেকে। কিন্তু এবার সৌদি আরবে এক ভক্ত যা করে বসলেন তা স্বপ্নের অতীত, সরাসরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বলে বসলেন “মেসি তোমার থেকে ভালো।” ঘটনাটি ঘটেছে শুক্রবার আল বাতিন আল নাসরকে হারানোর পর।
এরপর রোনাল্ডোর প্রতিক্রিয়াটি দেখার মতো ছিলো, যদিও তিনি উপেক্ষা করেছিলেন সেই ফ্যানকে। তবে দলের পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি ছিলেন না তিনি, সেটা একেবারে স্পষ্ট হয়েছে তার বক্তব্যে, তাকে বলতে শোনা যাচ্ছিলো “কি সহজ ম্যাচ ছিলো।”
নব্বই মিনিটের মাথায় ১-০ গোলে পিছিয়ে পড়লেও ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছিলো আল নাসর। স্টপেজ টাইমে ৩ টি গোল করে ৩-১ গোলে জয়লাভ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।
এই জয়ের সুবাদে সৌদি আরবের লিগে শীর্ষ স্থান দখলে রেখেছে আল নাসর। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সৌদি আরবের লিগ শীর্ষ স্থানে ধরে রাখলো রোনাল্ডোরা। দুই পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আল ইত্তিহাদ। বৃহস্পতিবার লিগ নির্নায়ক ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই দুই দল।
আরও পড়ুনঃ WPL 2023 : WPL’এর পর এবার IPL’এও শুরু হতে চলেছে নতুন নিয়ম, জানুন বিস্তারিত
ইতিমধ্যে আল নাসরের হয়ে আট গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। করেছেন দুটো হ্যাটট্রিক। ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।
বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর রোনাল্ডোর কন্ট্রাক্ট বাতিল করেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর তাকে রেকর্ড পরিমাণ অর্থে দলে নেয় আল নাসর। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে এই প্রথম বার ইউরোপের বাইরে কোনও ক্লাবে খেলতে দেখা গেলো।