Messi – সদ্য সৌদি আরবের ফুটবল ক্লাব আল – নাসরে যোগদান করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার রেশ কাটার আগেই এখন শোনা যাচ্ছে ১৯ শে জানুয়ারি একটি ফ্রেন্ডলি ম্যাচে পিএসজি এবং আল নাসেরের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ একটি ম্যাচ খেলা হবে এবং সেই ম্যাচে মেসি – রোনাল্ডো একে অপরের মুখোমুখি হতে চলেছে।
প্রসঙ্গত, নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন লিওনেল মেসি। প্যারিস সাঁজাতে প্রথম বছরটা খারাপ কাটলেও দ্বিতীয় বছরটা দুর্দান্ত কেটেছে মেসির। এছাড়া তার এই বছর স্মরণীয় হয়ে থাকবে অবশ্যই বিশ্বকাপ জেতার জন্যে। মেসি ২০২২ ব্যালন ডি’অঁর এর তালিকায় মনোনয়ন পাননি তিরিশ জনের প্রাথমিক তালিকায়।
২০২২ সালে কাতারে তৃতীয় বার ফুটবল বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা। গোটা টুর্নামেন্টে সাতটা গোল করার পাশাপাশি তিনটি গোল করিয়েছিলেন মেসি। পেয়েছিলেন গোল্ডেনবল। (Lionel Messi)
🚨 OFFICIAL: Cristiano Ronaldo joins Al Nassr, here we go! Contract valid until 2025 🇵🇹🇸🇦 #Ronaldo pic.twitter.com/HB562KnaTf
— Fabrizio Romano (@FabrizioRomano) December 30, 2022
তার এই সমস্ত অ্যাচিভমেন্টস, পরিবার, ভালোবাসার মানুষ এবং সমস্ত সমর্থকদের ইনস্টাগ্রাম পোস্টে সকলকে উৎসর্গ করেছিলেন মেসি (Lionel Messi)।সপরিবারে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, তার বক্তব্য –
“বছরটা কোনও দিন ভুলবোনা আমি। যে স্বপ্নের পিছনে ছুঁটে গেছি আজীবন আজ অবশেষে তার পূরণ করতে পারলাম। তবে গোটা পরিবারের সাথে এই জয় উদযাপন করতে না পারলে এই জয়ের কোনও মূল্য থাকতোনা। এই জয় সবার, আমার বন্ধু, ভক্ত, সকলের।
আমাকে যারা ফলো করেন, যারা প্রতি মুহূর্তে আমার পাশে থাকে তাদের বিশেষ ধন্যবাদ। সবার সাথে এই পথটুকু পেরোতে পাওয়ার জন্যে খুবই ভাগ্যবান মনে করি নিজেকে।”
বার্সেলোনার প্রাক্তন তারকা তার পোস্টের শেষে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, তিনি বলেছেন –
“এতো মানুষের প্রার্থনা না থাকলে এই জয় অর্জন করা সম্ভব হতোনা আমার পক্ষে। সবাই নতুন বছরে সুস্থ, সবল এবং নিরাপদ থাকুন। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।”