WPL 2023 – ২০২৩ সালে মহিলাদের আইপিএলের নিলাম একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে। এর সুবাদে দেশ – বিদেশের তারকা সব মহিলা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারেরাও আর্থিক ভাবে লাভবান হবে।
সোমবার ১৩ ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে ২০২৩ উমেন্স প্রিমিয়ার লিগের অকশন অনুষ্ঠিত হবে। নিলাম আয়োজন করার দায়িত্বে থাকবেন একজন মহিলা। এই ঐতিহাসিক নিলাম অনুষ্ঠানে অকশনার হিসেবে থাকবেন মল্লিকা সাগর। (WPL 2023)
Insights, strategies, and excitement 👌 👌
— Women's Premier League (WPL) (@wplt20) February 13, 2023
As we inch closer ⏳ to the inaugural #WPLAuction, let's hear it from the think tanks and owners of all the 5️⃣ franchises 🔽pic.twitter.com/dLhW0CvLZF
# কে এই মল্লিকা সাগর (WPL 2023) ?
মুম্বাইয়ের একজন আর্ট কালেক্টর এবং আধুনিক – সমসাময়িক ভারতীয় আর্টের একজন বিশেষ পরামর্শদাতা। একটি ভারতীয় আর্টের পরামর্শদাতা ফার্মের সাথেও জড়িত তিনি। এর আগেও অকশনার হিসেবে দেখতে পাওয়া গেছে, ২০২১ সালের প্রো কাবাড্ডি লিগের অকশনারের ভূমিকায় ছিলেন মল্লিকা। (WPL 2023)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত দীর্ঘ ১৫ বছরের ইতিহাসে কোনও মহিলাকে নিলাম সঞ্চালনা করতে দেখা যায়নি। তাই একপ্রকার ইতিহাস সৃষ্টি করলেন মল্লিকা। শেষ কয়েক বছর আইপিএলে রিচার্ড মেডেলি, হিউ এডমেডেসকে দেখা গেছে এই দায়িত্ব পালন করতে। (WPL 2023)
এছাড়া মল্লিকা একটি ট্রেন্ড’ও ভেঙেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড নিলাম আয়োজন করার ক্ষেত্রে বরাবর আস্থা দেখিয়েছে বিদেশিদের উপর, একবার আপাৎকালীন ভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন চারু শর্মা। কিন্তু এবার পাকাপাকিভাবে কোনও ভারতীয় কেই দেখা যাবে অকশনার হিসেবে।
২০২৩ সালের মেয়েদের আইপিএলে অংশগ্রহণ কারী পাঁচ দলকে মোট ৯০ জন ক্রিকেটারকে কিনতে দেখা যাবে। প্রতিটি দল সর্বাপেক্ষা ১৮ জন ক্রিকেটারকে কিনতে পারবে। প্রতিটি দল ১২ কোটি টাকা নিয়ে বসবে নিলামে।