Mbappe : বিশ্বকাপ ফাইনাল হারার রেশ কাটতে না কাটতেই প‍্যারিস সাঁজায় প্রাক্টিসে ফিরে এলেন এমবাপ্পে 

0
115
Mbappe returns to practice in PSG after losing FIFA World Cup 2022 final
Mbappe returns to practice in PSG after losing FIFA World Cup 2022 final

Mbappe – ফাইনালে হ‍্যাটট্রিক করলেও দেশের জয় নিশ্চিত করতে পারেননি, বিশ্বকাপ ফাইনাল হারার রেশ কাটতে না কাটতেই প্রাক্টিসে ফিরলেন ফরাসি তারকা এমবাপ্পে। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে প‍্যারিস সাঁজার হয়ে অসাধারণ ফর্মে ছিলেন তিনি। ১৪ ম‍্যাচ খেলে ১২ গোল করেছিলেন তিনি।

Sports.fr এর রিপোর্ট অনুযায়ী ১ লা জানুয়ারি ফের আরেকবার জুঁটি বেঁধে খেলতে নামার সম্ভাবনা আছে মেসি এবং এমবাপ্পের (Mbappe)। বছরের প্রথম দিন লেন্সের মুখোমুখি হবে প‍্যারিস সাঁজা ফ‍রাসি লিগের ম‍্যাচে। (PSG)

তবে ১১ ই জানুয়ারির আগে ক্লাবের জার্সি গায়ে এই দুই ফুটবলারের খেলতে নামার সম্ভাবনা খুবই কম। সেদিন ম‍্যাচ আগে অ্যাঙ্গারসের বিরুদ্ধে।(PSG)

সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী ২৮ শে ডিসেম্বর থেকে ফের ফরাসি লিগের অভিযান শুরু করবে প‍্যারিস সাঁজা। ঘরের মাঠে স্টার্সবোর্গের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

সদ‍্য শেষ হয়েছে বিশ্বকাপ। তাই মেসি এবং এমবাপ্পে’কে (Mbappe) ওই সময় বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের ওই ম‍্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : অনুশীলনে চোট পেলেন কে এল রাহুল, কাল খেলবেন তো ? জানুন বিস্তারিত 

দুই তারকা ফুটবলারের বিশ্বকাপ আলাদা মাত্রায় কেটেছে। দুজনেই ফাইনালে জ্বলে উঠেছিলেন, ফলে বিশ্বকাপ আলাদা মাত্রা পেয়েছিলো। সাত বারের ব‍্যালন ডি’ওর জয়ী ফুটবলার শেষ হাসি হেসেছিলো সেই দিন, পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে ম‍্যাচ জিতে নেয় আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে সাত ম‍্যাচ খেলে সাত গোল করেছিলেন, তিনটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। নক আউট পর্যায়ের প্রতিটা ম‍্যাচে গোল করেছিলেন মেসি, ফাইনালে দুটো গোল করেছিলেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে এই নজির গড়েছিলেন মেসি।

অন‍্যদিকে আট গোল করে সোনার বুট পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে (Mbappe)। ২৩ বছর বয়সী এই ফুটবলার ১৯৬৬ সালের বিশ্বকাপে পর ফাইনালে হ‍্যাটট্রিক করার নজির গড়েছিলেন, সেইবার ফাইনালে হ‍্যাটট্রিক করেছিলেন জিওফ হাস্ট।

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপের সবচেয়ে বড়ো ফ্লপ রোনাল্ডো, কড়া ভাষায় আক্রমণ কিংবদন্তি ফুটবলারের