Mbappe : ক্লাবে এমবাপের দ্রুত প্রত‍্যাবর্তন দেখে ভীষণ খুশি পিএসজি কোচ

0
64
Mbappe : PSG coach is very happy to see Mbappe's quick return to the club
Mbappe : PSG coach is very happy to see Mbappe's quick return to the club

Mbappe – কাতার বিশ্বকাপ ফাইনালে খেলা ফরাসি তারকা কিলিয়ান এমবাপে স্টার্সবোর্গের বিরুদ্ধে ম‍্যাচে খেলবেন বলেই জানা যাচ্ছে। দ্বিতীয় দলের তুলনায় পাঁচ পয়েন্ট এগিয়ে ফরাসি লিগের শীর্ষস্থান দখলে রেখেছে প‍্যারিস সাঁজা। ক্লাবের লিগ টেবিলের শীর্ষ স্থান দখলে রাখার অন‍্যতম কারণ, মেসি এবং এমবাপের এই দুর্দান্ত ফর্ম।

চলতি মরশুমে পিএসজির হয়ে দুজনের মিলিত অবদান, ৩৯ ম‍্যাচে ৩১ গোল এবং ১৯ টা অ্যাসিস্ট।অবশ্য মেসি না থাকলেও পিএসজি খুব সমস্যায় পড়বেনা, তার কারণ এই দলটার ডেপথ। আর্জেন্টিনার মহাতারকা ফুটবলারের অবর্তমানে হুগো একিটিকে খেলার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। তা নাহলে ক্লাবের কোচ ক্রিস্টোফ গালতিয়ের পাবলো সারাবিয়া এবং কার্লোস সোলের কে আক্রমণ ভাগে খেলাতে পারেন। (Mbappe)

আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের ফাইনাল হারের রেশ কাটতে না কাটতেই প‍্যারিস সাঁজা ক্লাবে ফিরে এসেছেন কিলিয়ান এমবাপে, তার এমন দায়বদ্ধতা দেখে ভীষণ খুশি হয়েছেন ক্লাবের কোচ গালতিয়ের। (Mbappe)

এ এস মোনাকার এই প্রাক্তন স্ট্রাইকার কাতার বিশ্বকাপের ফাইনালে হ‍্যাটট্রিক করেছিলেন। খেলা ৩-৩ ব‍্যবধানে শেষ হয়েছিলো নির্ধারিত সময়, পরবর্তী সময়ে পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনার কাছে পরাস্ত হয় ফ্রান্স। (Mbappe)

আরও পড়ুনঃ Lionel Messi : ফের ক্লাব ফুটবলে কবে দেখবেন ‘মেসি – ম‍্যাজিক’, জানুন বিস্তারিত

দশ দিনের বিশ্রাম দেওয়া হয়েছিল এমবাপে কে কিন্তু তিনি ক্লাবের সেই প্রস্তাব ফিরিয়ে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার ৬৪ ঘন্টার মধ্যে ক্লাবে ফিরেছেন তিনি। সদ‍্য এই ব‍্যাপারে প‍্যারিস সাঁজার কোচ একটি সাক্ষাৎকারে বলেছেন,

“এমবাপে কে ফিরতে দেখে ভীষণ আনন্দ হচ্ছে। এবারের বিশ্বকাপে দারুণ খেলেছে। ওর প্রত‍্যাবর্তন দলের জন্যে খুবই শক্তিশালী একটা বার্তা বহন করে। খুব তাড়াতাড়ি ফিরতে চেয়েছিলো, ক্লাবে ম‍্যাচে খেলার আগে ফিট হয়ে উঠতে চান। ওকে ফের ক্লাবে দেখে ভীষণ খুশি আমি।”

আরও পড়ুনঃ Arsenal : এক গোলে পিছিয়ে থেকে ওয়েস্টহ‍্যামকে ৩-১ গোলে হারালো আর্সেনাল, মজবুত করলো লিগের শীর্ষস্থান