Mbappe : প‍্যারিস সাঁজা ছাড়তে চলেছেন কিলিয়ান এমবাপে

0
77
Mbappe : Kylian Mbappe is about to leave Paris Saint-Germain
Mbappe : Kylian Mbappe is about to leave Paris Saint-Germain

Mbappe – কাতার বিশ্বকাপের আসরে ফের আরেকবার নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। গোটা টুর্নামেন্ট জুড়ে সাতটা ম‍্যাচ খেলেছিলেন তিনি। গোল করেছিলেন। পেয়েছেন সোনার বুট। আটটি গোল করার পাশাপাশি দুটো গোল ও করেছিলেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার পর ২৪ বছর বয়সী এই তারকা ফুটবলারকে দলে নিতে ফের আরেকবার মরিয়া হয়ে উঠলো রিয়াল মাদ্রিদ।

ক্লাব স্তরে ফ্রান্সের ক্লাব প‍্যারিস সাঁজাতে খেলা এই ফুটবলার এবারের বিশ্বকাপ ফাইনালে হ‍্যাটট্রিক করেছিলেন। কিন্তু কাপ জেতাতে পারেননি। ১৯৯৮ এবং ২০১৮ সালের বিশ্ব চ‍্যাম্পিয়ান ফ্রান্স’কে কার্যত একা হাতেই ফাইনালে সমতায় ফিরিয়েছিলেন তিনি। কিন্তু শেষ অবধি আর্জেন্টিনার কাছে হেরে যান পেনাল্টি শুট আউটে। (Mbappe)

রিয়েল মাদ্রিদ এক বিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব তৈরী করছে এমবাপের জন্যে, যাতে তিনি ২০২২-২৩ মরশুমের পর এই স্প‍্যানিশ ক্লাবে যোগদান করেন। (Mbappe)

Sports Bible এর রিপোর্ট অনুযায়ী ১৪ বারের চ‍্যাম্পিয়ান্স লিগ জয়ী দল ১৩২ মিলিয়ন ইউরোর কাছাকাছি খরচা করতে চলেছে এই ফরাসি তারকার জন্যে, সব মিলিয়ে এমবাপের চুক্তির পরিমাণ হতে পারে ৮৭৭ মিলিয়ন ইউরো। (Mbappe)

আরও পড়ুনঃ IPL Auction 2023 : CSK – কে ধোনি’র উত্তরসূরি অধিনায়কের খোঁজ দিলেন সুরেশ রায়না

চার বছরের চুক্তিতে ৫৫২ মিলিয়ন ইউরো উপার্জন করবেন এমবাপে, যদি তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন। এছাড়া আরো অনেক আনুষাঙ্গিক অর্থ উপার্জনের পথ খোলা থাকবে তার কাছে।

চলতি ফুটবল মরশুম শুরুর আগেও রিয়াল মাদ্রিদের সাথে নাম জড়িয়েছিলো এমবাপের। কিন্তু শেষ অবধি পিএসজিতে চুক্তি বাড়ান তিনি। সেখানে নেইমার এবং মেসির সাথে খেলেন তিনি।

ইতিমধ্যে পিএসজির হয়ে এবার ১৯ টা গোল করেছেন এমবাপে। এছাড়া ৫ টা গোল করিয়েছেন। খেলেছেন ২০ টা ম‍্যাচ।

আরও পড়ুনঃ IPL Auction 2023 : আর হাতে গোনা কয়েক ঘন্টা বাদে শুরু হবে আইপিএলের মিনি নিলাম, কখন, কোন চ‍্যানেলে দেখবেন, জানুন বিস্তারিত