TOKYO OLYMPICS: পিস্তলের সমস্যার জেরে পদকজয়ের স্বপ্নভঙ্গ মনু ভাকেরের

0
38
Manu Bhaker's fail to qualify for medal round due to pistol problem
Manu Bhaker fail to qualify for medal round due to pistol problem, Source - AP

টোকিও অলিম্পিকে ভারতের অলিম্পিক পদকের অন‍্যতম দাবীদার’দের একজন ছিলেন মনু ভাকের। রোববার মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট থেকে পদকজয়ের স্বপ্ন ভঙ্গ হলো তার পিস্তলের সমস্যার জেরে।

এদিন কোয়ালিফাইং রাউন্ডে প্রত‍্যাশা জাগিয়ে তুলেছিলেন মনু। প্রথম সিরিজ থেকে তার সংগ্রহ ১০০ এর মধ্যে ৯৮। সমস্যার সূত্রপাত দ্বিতীয় সিরিজে। ইভেন্ট চলাকালীন বিগড়ে যায় মনুর পিস্তল।

আরও পড়ুনঃ ENG VS IND : ইংল্যান্ড সফরের ভারতীয় দলে যোগ দিতে চলেছেন এই তিন ভারতীয় ক্রিকেটার

পিস্তলে সমস‍্যা দেখা দিলে কোচ এবং একজন জুরি বোর্ডের সদস্যের সঙ্গে টেস্ট টেন্টে যান মনু। ফের মিনিট পাঁচেক পর রেঞ্জে ফিরলে মানসিক ভাবে বেশ খানিকটা পিছিয়ে গেছিলেন মনু। ব‍্যাঘাত ঘটে তার মনোযোগে।

এর পরের চারটি সিরিজে তার প্রাপ্ত পয়েন্ট সংখ্যা যথাক্রমে ৯৫, ৯৪, ৯৫, ৯৮। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য মনুর প্রয়োজন ছিলো ৯৭, তিনি তোলেন ৯৫। সব মিলিয়ে ৫৭৫ পয়েন্ট নিয়ে কোয়ালিফাইং রাউন্ডে মনু শেষ করেন ১২ নমুনা স্থানে।

আরও পড়ুনঃ TOKYO OLYMPICS : জয় দিয়ে অলিম্পিক যাত্রা শুরু করলেন পি . ভি সিন্ধু