Manoj Prabhakar – নেপালের জাতীয় দলের কোচের পদ থেকে সরলেন মনোজ প্রভাকর। বৃহস্পতিবার এই খবর ঘোষণা করেছে নেপাল ক্রিকেট সংস্থা।
নেপাল ক্রিকেট সংস্থার তরফে করা ট্যুইটে বলা হয়েছে,
“নেপালের পুরুষ ক্রিকেট দলের কোচের পদ থেকে সরলেন মনোজ প্রভাকর। তার রেজিগনেশন লেটার জমা নিয়েছে নেপালের ক্রিকেট বোর্ড। আমরা তাকে ভবিষ্যতের জন্যে সুবিধা জানাই।”
এবছর আগষ্ট মাসে নেপালের কোচের পদে এসেছিলেন মনোজ প্রভাকর (Manoj Prabhakar)।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডোকে নিতে আগ্রহী আর্সেনাল
Mr. Manoj Prabhakar has stepped down from his position of Nepal Men’s National Cricket Team’s Head Coach with immediate effect on 15th December 2022. CAN has accepted his resignation and wish him the best for his future. pic.twitter.com/qK3zaBoY6G
— CAN (@CricketNep) December 15, 2022
৮০, ৯০ এর দশকে ভারতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ছিলেন মনোজ প্রভাকর। খেলেছিলেন ৩৯ টা টেস্ট এবং ১৩০ টা ওয়ানডে। নিয়েছেন ২৫৩ টি উইকেট, করেছিলেন ৩৫০০’এর কাছাকাছি রান সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে। খেলা থেকে অবসর নেওয়ার পর দিল্লির রঞ্জি দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছিলেন। এরপর রাজস্থানের হেড কোচ হন। (Manoj Prabhakar)
২০১৬ সালে আফগানিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছিলেন। এরপর টুর্নামেন্ট মিটলে উত্তরপ্রদেশের হেডকোচের দায়িত্ব সামলেছিলেন। ৫৯ বছর বয়সী এই ক্রিকেটারকে দায়িত্ব দেওয়ার কথা নেপালের ক্রিকেট বোর্ডের তরফে পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিলো। (Manoj Prabhakar)
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : কামব্যাক টেস্টে ৫ উইকেট নিলেন কূলদীপ যাদব, দেখুন সেই ভিডিও