থাইল্যান্ড ওপেন বক্সিং প্রতিযোগীতার আসরে দেশকে গর্বিত করলেন ভারতের মণিকা। দুই’বারের বিশ্বচ্যাম্পিয়ন, ফিলিপিন্সের তারকা মহিলা জোসি গাবুকোকে হারিয়ে তিনি পৌঁছে গেছেন সেমিফাইনালে। ম্যাচের ফলাফল ৪-১।
রোহতকের বছর ২৬’এর এই মহিলা বক্সারের পাঞ্চ এবং পায়ের ব্যবহারের সামনে এঁটে উঠতে পারেননি জোসি। শেষ অবধি মণিকার কাছে হেরে যায় ২০০৮ এবং ২০১২ সালের বিশ্বচ্যাম্পিয়ান। সেমিফাইনালে ভিয়েতনামের থি দিয়েম কিয়েউ এর মুখোমুখি হবেন মণিকা, তিনি কোয়ার্টার ফাইনালে ‘বাই’ পেয়ে স্থান করে নিয়েছেন।
আরও পড়ুনঃ IPL 2022 : শেহবাগের রেকর্ড ভাঙলেন লখনউ অধিনায়ক কে এল রাহুল
মণিকার পাশাপাশি সফলতা পেয়েছেন আরও দুই ভারতীয় বক্সার, মেয়েদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে স্থান করে নিয়েছেন মনীষা, তিনি হারিয়েছেন দুবারের এশীয় যুব বক্সিংয়ে চ্যাম্পিয়ন থাইল্যান্ডের বুয়াপাকে, খেলার ফলাফল ৩-২। ছেলেদের ৮১ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন আশিস কুমার। ৫-০ ব্যাবধানে তিনি হারান থাইল্যান্ডের প্রতিপক্ষ আপিশিতকে।