Manchester United : এভার্টনকে হারিয়ে এফ এ কাপে যাত্রা শুরু করলো ম‍্যানচেস্টার ইউনাইটেড

0
21
Manchester United : Manchester United started their journey to the FA Cup by defeating Everton
Manchester United : Manchester United started their journey to the FA Cup by defeating Everton

Manchester United – দলের গোলকিপার ডেভিড ডে গিয়ার করা ভুলের ধাক্কা সামলে এভার্টনকে ৩-১ গোলে হারিয়ে এফ এ কাপে জয়যাত্রা শুরু করলো ম‍্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে চাপ বাড়লো এভার্টনের কোচ ফ্রাঙ্ক ল‍্যাম্পার্ডের মাথায়।

সদ‍্য ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৪-১ গোলে হেরে প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে পৌঁছে গেছে এভার্টন। এর ফলে বর্তমানে মারাত্মক চাপের মধ্যে আছেন দলের কোচ ফ্রাঙ্ক ল‍্যাম্পার্ড। (Manchester United)

ম‍্যাচের চার মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড এ্যন্থনির করা গোলে এগিয়ে যায় ম‍্যান ইউ, ম‍্যাচের চার মিনিটে। এরপর মিনিট দশেক পর ম‍্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ডেভিড ডে গিয়ার করা ভুল থেকে সুযোগ নিয়ে এভার্টনের ডিফেন্ডার কোডি দলকে সমতায় ফেরায়। (Manchester United)

ম‍্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি স্পট থেকে গোল করে দলের জয় নিশ্চিত করে মার্কাস রাশফোর্ড। এর আগে এই কোডির করা আত্মঘাতী গোলেই ২-১ ব‍্যবধানে এগিয়ে যায় ম‍্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুনঃ Rishabh Pant : দ্রুত সেরে ওঠো ভাই, সতীর্থ পন্তকে বার্তা ডেভিড ওয়ার্নারের

২০১৬ সালে  ১২ তম এফ এ কাপ জিতেছিলো ম‍্যানচেস্টার ইউনাইটেড। অন‍্যদিকে এভার্টন শেষ বার এফ এ কাপ জিতেছিলো ১৯৯৫ সালে। ওয়েম্বলিতে সেই বার ফাইনালে ম‍্যানচেস্টার ইউনাইটেড কে হারিয়ে ছিলো তারা।

২০১৭ সালের পর থেকে ট্রফির খড়া অব‍্যাহত ম‍্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হ‍্যাগ তার কোচিং কেরিয়ারের শুরুতেই ম‍্যানচেস্টার ইউনাইটেড ইতিমধ্যে প্রিমিয়ার লিগের চতুর্থ স্থান নিয়েছেন। এবার কাঙ্খিত ট্রফিটি ক্লাবকে তিনি এনে দিতে পারেন কিনা, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ Asia Cup 2023 : পিসিবি প্রধানের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিল এসিসি