
Manchester United – বাদবাকি মরশুমের জন্যে লোনে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করলেন নেদারল্যান্ডসের আক্রমণ ভাগের ফুটবলার ওউট উইগহর্সট।
ডাচ ফরোয়ার্ডকে স্বল্প মেয়াদের জন্যে দলের ‘নাম্বার নাইন’ এর ভূমিকা পালন করতে দেখা যাবে। তাকে দলে নেওয়ার উদ্দেশ্যে বেসিকাতাসের সাথে বহুসময় কথা চালাচ্ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড, বার্নলি থেকে বর্তমানে তুরস্কের ক্লাবে লোনে ছিলেন তিনি। (Manchester United)
দলে সই সারার পর ক্লাবের ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে উইগহর্সট বলেছেন, (Manchester United)
“ম্যানচেস্টার ইউনাইটেডে (Manchester United) যোগদান করতে পেরে আমার দারুণ লাগছে। অতীতে এই ক্লাবের বিরুদ্ধে বেশ কিছু ম্যাচ খেলেছি। এবার আমি নিজেই ঐতিহ্যবাহী সেই লাল জার্সি পড়ে খেলতে নামবো, সেটা ভেবেই গর্ব হচ্ছে। এরিক টেন হ্যাগের কোচিংয়ে চলতি মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের উন্নতির উপর নজর ছিলো আমার। ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে শরিক হওয়ার আর তর সইছেনা আমার।
আগামী কয়েক মাস কি হবে জানিনা, তবে আমি কথা দিচ্ছি যতোদিন এই ক্লাবে আছি আমি, আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। আমাকে এই পর্যায় নিয়ে আসার জন্যে যারা ভূমিকা পালন করেছেন, তাদের সবাইকে আমার ধন্যবাদ। আমি এখন সতীর্থদের সাথে দেখা করার অপেক্ষায় আছি।”
It's official: Wout Weghorst is a Red! ✍️🔴#MUFC
— Manchester United (@ManUtd) January 13, 2023
চলতি মরসুমে বেসিকাতাসের হয়ে ১৮ টা ম্যাচ খেলেছিলেন উইগহর্সট, সেখানে নয়টা গোল করার পাশাপাশি চারটি গোল করিয়েছিলেন তিনি।