Manchester United – নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ৩-০ গোলে জয় দিয়ে শুরু হলো রোনাল্ডো পরবর্তী ম্যানচেস্টার ইউনাইটেড যুগ।
ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর দ্বিতীয় মেয়াদ শেষ হয়েছিলো বিশ্বকাপের আগেই। ওই সময় পিয়ারস মর্গ্যানকে দেওয়া তার বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে এই সমস্যা। এরিক টেন হ্যাগ ম্যান ইউয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে ম্যান ইউতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জামানার শেষ হচ্ছিলো, দাপট কমছিলো পর্তুগিজ সুপারস্টারের। (Manchester United)
টেন হ্যাগ জমানায় ইংল্যান্ডের ফুটবলার রাশফোর্ডের উঠে আসা। বিশ্বকাপের মঞ্চেও দাপুটে ফুটবল উপহার দিয়েছিলেন রাশফোর্ড, সেই ফর্ম বিশ্বকাপের মঞ্চেও বজায় ছিলো। এরিকসনের পাস থেকে ম্যাচের প্রথম গোলটা করেন রাশফোর্ড। (Manchester United)
ম্যাচে খেলেননি ফরেস্টের ফাস্ট চয়েস গোলকিপার ডিন হেন্ডেরসন। প্রথম গোল হজম করার মিনিট তিনেকের মধ্যে দ্বিতীয় গোলটা হজম করে ফরেস্ট। শেষ গোলটি করেন ফ্রেড, ক্যাসেমিরোর পাস থেকে ম্যাচের ৮৭ মিনিটে। (Manchester United)
এদিকে ইংল্যান্ডের তারকা ফুটবলার রাশফোর্ডের দিকে নজর আছে পিএসজির। এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে আসার পর থেকে রাশফোর্ডের কেরিয়ার এক অন্যমাত্রা ছুঁয়েছে। (Manchester United)
Just one point separates @ManUtd from the top four 👀#MUNNFO pic.twitter.com/grlGdI62Uj
— Premier League (@premierleague) December 27, 2022
২৫ বছর বয়সী এই ইংল্যান্ডের আক্রমণ ভাগের ফুটবলার দুর্দান্ত খেলেছে এবারের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দিয়েছেন। তাই সাম্প্রতিক কালের পারফরম্যান্স চোখ ধাঁধিয়েছে রাশফোর্ডের।
তিরিশের কোটা পেরিয়ে গেছেন মেসি, নেইমার’রা। তাই ক্লাবের আক্রমণ ভাগের ধার বাড়াতে রাশফোর্ডের মতো কাউকে চাইছে ইংল্যান্ডের এই ক্লাব। ফরাসি ক্লাবের আক্রমণ ভাগে নবীনতা প্রদান করতে তাই এখন রাশফোর্ডের মতো কাউকে দরকার।
শোনা যাচ্ছে প্যারিস সাঁজা সাপ্তাহিক ৫০০,০০০ ইউরো চুক্তিতে রাশফোর্ড’কে ক্লাবে যোগ দেওয়ার পরামর্শ দিতে চলেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তি অনুযায়ী এটাই শেষ বছর রাশফোর্ডের। টেন হ্যাগ জমানায় ম্যানচেস্টার ইউনাইটেডের গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছেন রাশফোর্ড। তাই তাকে রেখে দেওয়ার চেষ্টা চালাবে ইংল্যান্ডের এই ক্লাব। কিন্তু প্যারিসের ক্লাব যে পরিকল্পনা সেরেছে তাতে তাকে ধরে রাখা খুব চ্যালেঞ্জের একটা বিষয় হতে চলেছে রেড ডেভিলসদের পক্ষে।