Manchester United : দলের প্লেয়ারদের মধ্যে বনিবনা বজায় রাখতে রোনাল্ডোর সাহায্য নিলেন ম‍্যান ইউ কোচ টেন হ‍্যাগ

0
27
Manchester United : Man Utd introduce 'Ronaldo rule' as Erik ten Hag makes major dressing room change
Manchester United : Man Utd introduce 'Ronaldo rule' as Erik ten Hag makes major dressing room change

Manchester United – প্রবল বিতর্কের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বিতীয় মেয়াদ শেষ হয়েছিলো ম‍্যানচেস্টার ইউনাইটেডে। তবে পর্তুগিজ সুপারস্টার ক্লাব ছাড়লেও ড্রেসিংরুমে তার রেশ এখনো রয়ে গেছে।

ক্লাবে নতুন নিয়ম চালু করলেন ম‍্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) কোচ এরিক টেন হ‍্যাগ। সেই নিয়ম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে রেখেছেন তিনি। ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী দলের প্রতিটি ফুটবলারের সাপ্তাহিক বেতন হবে দুই লক্ষ ইউরো‌। ড্রেসিংরুমে সব ফুটবলার’দের মধ্যে যাতে একে অপরের সাথে সম্পর্ক বজায় থাকে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম‍্যানচেস্টার ইউনাইটেডে (Manchester United) রোনাল্ডাকে সপ্তাহে ৩ লাখ ৮৫ হাজার ইউরো দেওয়া প্রতি সপ্তাহে, যা দলের বাদবাকি ফুটবলারদের তুলনায় অনেকটাই বেশি ছিলো। তাই সবাই যাতে সমান গুরুত্ব পায় দলে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলের কোচ টেন হ‍্যাগ। এর ফলে ভারানে, ডি গিয়া, স‍্যাঞ্চোর স‍্যালারিতে ভীষণ প্রভাব পড়লো বলা চলে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতের কাছে এই টি টোয়েন্টি সিরিজ জেতাটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিলো, মত প্রাক্তন পাক তারকার

ম‍্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর দ্বিতীয় মেয়াদ শেষ হয়েছিলো বিশ্বকাপের আগেই। ওই সময় পিয়ারস মর্গ‍্যানকে দেওয়া তার বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে এই সমস্যা। এরিক টেন হ‍্যাগ ম‍্যান ইউয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে ম‍্যান ইউতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জামানার শেষ হচ্ছিলো, দাপট কমছিলো পর্তুগিজ সুপারস্টারের।

প্রসঙ্গত, ম‍্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়ার পর সবাইকে অবাক করে দিয়ে সৌদি আরবের একটি প্রথম সারির ক্লাবে সই করেছিলেন পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগদান করেছেন রোনাল্ডো। নিঃসন্দেহে এমন পদক্ষেপের ফলে লাভবান হবে এশিয়ান ফুটবল।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : রাহুল ত্রিপাঠীর মতো ব‍্যাটারদের টপ অর্ডারে প্রয়োজন, মত প্রাক্তন নির্বাচকের