Manchester United : এমবাপ্পে, বেলিংহামকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ম‍্যান ইউ কোচ টেন হ‍্যাগ 

0
23
Manchester United coach Ten Haag expressed his desire to take Mbappe, Bellingham into the team
Manchester United coach Ten Haag expressed his desire to take Mbappe, Bellingham into the team

Manchester United – কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামের মতো বিশ্বফুটবলের তারকা ফুটবলারদের দলে নিতে চান তিনি, কিন্তু ক্লাবের কাছে অতো টাকা নেই। এক খুদে ফ‍্যানকে এমনটাই বললেন ম‍্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ।

এক ইয়ং ফ‍্যানকে অটোগ্রাফ দিচ্ছিলেন টেন হ‍্যাগ। সেই সময় সে জিজ্ঞাসা করেন তিনি কি বেলিংহামকে দলে নেওয়ার চেষ্টা করেছেন কিনা, সেই সময় টেন হ‍্যাগ বলেছেন, তার কাছে এক সাপোর্টার দলে কিলিয়ান এমবাপ্পে আনার পরামর্শ দিয়েছিলো। কিন্তু পরিস্থিতি এখন এমন যে ম‍্যানচেস্টার ইউনাইটেডের কাছে এই মুহূর্তে অতো টাকা নেই। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Manchester United)

সম্প্রতি এফ এ কাপে এভার্টনকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত ভাবে অভিযান শুরু করেছে ম‍্যানচেস্টার ইউনাইটেড। ম‍্যাচের চার মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড এ্যন্থনির করা গোলে এগিয়ে যায় ম‍্যান ইউ, ম‍্যাচের চার মিনিটে। এরপর মিনিট দশেক পর ম‍্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ডেভিড ডে গিয়ার করা ভুল থেকে সুযোগ নিয়ে এভার্টনের ডিফেন্ডার কোডি দলকে সমতায় ফেরায়। (Manchester United)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : হার্দিক পান্ডিয়ার বোলিং বাড়তি পাওনা এই ভারতীয় দলের, মত প্রাক্তন ভারত তারকার 

ম‍্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি স্পট থেকে গোল করে দলের জয় নিশ্চিত করে মার্কাস রাশফোর্ড। এর আগে এই কোডির করা আত্মঘাতী গোলেই ২-১ ব‍্যবধানে এগিয়ে যায় ম‍্যানচেস্টার ইউনাইটেড।

২০১৬ সালে  ১২ তম এফ এ কাপ জিতেছিলো ম‍্যানচেস্টার ইউনাইটেড। অন‍্যদিকে এভার্টন শেষ বার এফ এ কাপ জিতেছিলো ১৯৯৫ সালে। ওয়েম্বলিতে সেই বার ফাইনালে ম‍্যানচেস্টার ইউনাইটেড কে হারিয়ে ছিলো তারা।

২০১৭ সালের পর থেকে ট্রফির খড়া অব‍্যাহত ম‍্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হ‍্যাগ তার কোচিং কেরিয়ারের শুরুতেই ম‍্যানচেস্টার ইউনাইটেড ইতিমধ্যে প্রিমিয়ার লিগের চতুর্থ স্থান নিয়েছেন। এবার কাঙ্খিত ট্রফিটি ক্লাবকে তিনি এনে দিতে পারেন কিনা, এখন সেটাই দেখার বিষয়। মঙ্গলবার লিগ কাপের কোয়ার্টার ফাইনালে চার্লটনের মুখোমুখি হবে টেন হ‍্যাগের ছেলেরা।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : “ভারতকে শুধুমাত্র সূর্য কুমার যাদবের উপর পুরোপুরি নির্ভরশীল থাকলে চলবেনা”, মত প্রাক্তন ভারত তারকার