Manchester United : বার্নলে কে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলো ম‍্যানচেস্টার ইউনাইটেড

0
15
Manchester United beat Burnley 2-0 to reach Carabao Cup quarter-finals
Manchester United beat Burnley 2-0 to reach Carabao Cup quarter-finals

Manchester United – কম্পিটিটিভ ফুটবল আসরে প্রত‍্যাবর্তনে জয় পেলো ম‍্যানচেস্টার ইউনাইটেড। কারবাও কাপের শেষ ষোলোর ম‍্যাচে বার্নলে কে ২-০ গোলে হারালো রেড ডেভিলস।

২০২২ বিশ্বকাপের জন্যে ১৩ ই নভেম্বর থেকে ম‍্যানচেস্টার ইউনাইটেডের খেলাধুলা বন্ধ ছিলো। কিন্তু সেই টুর্নামেন্ট মিটতে আবার ছন্দে থেকে যাত্রা শুরু করলো এরিক টেন হ্যাগের ছেলেরা। (Manchester United)

ম‍্যাচের ২৭ মিনিটে বার্নলের বক্সের মধ্যে অ্যারন ওয়ান – বিসাকার দুর্দান্ত পাস থেকে গোল করে ম‍্যানচেস্টার ইউনাইটেড কে এগিয়ে দেন এরিকসন। (Manchester United)

৩৬ মিনিটে ম‍্যান ইউর স্ট‍্যান্ড ইন গোলকিপার মার্টিন ডুবরাভকার ভুলে গোল হজম করার সম্ভাবনা তৈরী হয়েছিল। টাইমিংয়ের ভুলে এই সমস্যা। কিন্তু ক‍্যাসেমিরো পরিস্থিতি সামাল দিয়ে দিয়েছে। (Manchester United)

আরও পড়ুনঃ IPL 2023 : এই তারকা ভারতীয় ব্যাটার’কে দলে নিয়ে তার হাতে SRH’এর ক্যাপ্টেন্সি তুলে দেওয়ার পরামর্শ দিলেন ইরফান পাঠান

১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে ম‍্যানচেস্টার ইউনাইটেড। ভিনসেন্ট কোম্পানির বার্নলের বিরুদ্ধে লাল ব্রিগেডের ফুটবল খুবই সংঘবদ্ধ ছিলো।

ম‍্যাচের ৫০ মিনিটে দলগত প্রচেষ্টায় গোল করার সম্ভাবনা তৈরী ক‍রেছিলো ম‍্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজ রাসফোর্ড’কে দুর্দান্ত বল বাড়ান। রাসফোর্ড বাড়ান স্কট ম‍্যাকটমিনে’কে। কিন্তু তিনি বল গোলকিপারের মাথার উপরের দিকে উড়িয়ে দেয়।

ম‍্যাচের ৫৭ মিনিটে একক দক্ষতায় ম‍্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২-০ করেন মার্কাস রাশফোর্ড। নিজেদের অর্ধে থেকে বল নিয়ে বেশ কয়েকজন বার্নলের ফুটবলার’দের কাটিয়ে তাদের গোলকিপার পিকক – ফারেলকে পরাস্ত করেন ইংল্যান্ডের আক্রমণের তারকা ভারতীয় ফুটবলার।

এরপর একাধিক গোল করার সম্ভাবনা তৈরী করেছিল ম‍্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। গোল করার সুযোগ হাতছাড়া করেন ব্রুনো ফার্নান্দেজ এবং ক‍্যাসেমিরো। ২-০ গোলে জিতে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো ম‍্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : ঠিক কি কারণে ইংল্যান্ড সফলতা পেয়েছে, জানালেন কোচ ম্যাককালাম