
Luis Suarez – মাঠ হোক কিংবা মাঠের বাইরে, আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি এবং উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ।
সদ্য বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে মেসির। ২০১৪ সালে কাপ জেতার একেবারে কাছাকাছি পৌঁছে গেছিলেন। কিন্তু সেইবার মারিও গোয়েৎজের করা একমাত্র গোলে আর্জেন্টিনার কাপ জয়ের স্বপ্ন ভাঙে। কিন্তু এইবার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে একেবারে আলাদা মার্গের ফুটবল খেলেছিলেন লিও মেসি। নিজে জোড় গোল করেন।৩৬ বছর পর কাপ জয়ের আশা পূরণ হয় তার। (Luis Suarez)
বড়দিনে রোসারিওতে মেসির সাথে ক্রিসমাস পালন করছেন সুয়ারেজ। ২০২২ বিশ্বকাপ জেতার পর থেকে বর্তমান একেবারে ভিন্ন মেজাজে আছেন মেসি। উৎসবের মেজাজে আছে বলা চলেন, তার’ই সাথে তার প্রাক্তন ক্লাব বার্সেলোনার সতীর্থ সুয়ারেজ, জেরার্ড পিকে এবং আন্দ্রে ইনিয়েস্তারা, একই সাথে বড়দিন উদযাপন করবে মেসির বাড়িতে।
এবারের গ্রীষ্মকালে নিজের ছোটোবেলার ক্লাব ন্যাশিওনালে ফিরে গেছিলেন লুইস সুয়ারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে উরুগুয়ের অন্যতম সেরা ক্লাবে চলে গেছিলেন সুয়ারেজ কাতার বিশ্বকাপের জন্যে নিজেকে ম্যাচ ফিট রাখতে। (Luis Suarez)
এবার ব্রাজিলের ক্লাব গ্রেমিও তে যোগ দিতে চলেছেন সুয়ারেজ। সেখানকার সেকেন্ড ডিভিশন ক্লাব এইটা। তার সাথে এই ব্রাজিলিয়ান ক্লাবের সাথে বছর দুয়েকের জন্যে মৌখিক চুক্তি সেরে ফেলেছেন তিনি এমনটাই শোনা যাচ্ছে। (Luis Suarez)
❗Pique and Iniesta will also travel to Rosario to celebrate Christmas with Messi and Suarez pic.twitter.com/MpXo14RhIt
— Barça Worldwide (@BarcaWorldwide) December 23, 2022
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালে খেলার পথে আরো একধাপ এগোলো ভারত
আধুনিক ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার দের একজন বলে গন্য করা হয় লুইস সুয়ারেজকে। আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে। (Luis Suarez)
আয়াক্সের হয়ে ১৫৯ টা ম্যাচ খেলেছিলেন লুইস সুয়ারেজ। সেখানে ১১১ টা গোল করার পাশাপাশি ৫৯ টা গোল করিয়েছিলেন তিনি। লিভারপুলের হয়ে ১৩৩ ম্যাচ খেলে ৮২ টা গোল করার পাশাপাশি ৪৬ টা গোল করিয়েছিলেন। এরপর বার্সেলোনায় মেসি, সুয়ারেজ এবং নেইমার জুঁটি এক আলাদা মাত্রার ফুটবল খেলেছিলো। এই স্প্যানিশ ক্লাবের হয়ে ২৮৩ ম্যাচে ১৯৫ গোল করার পাশাপাশি ১১৩ টা গোল করিয়েছিলেন তিনি।
সুয়ারেজের শেষ ইউরোপীয়ান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। সেখানে ৮৩ ম্যাচে ৩৪ টা গোল করার পাশাপাশি ৬ টা গোল করিয়েছিলেন তিনি। ডিয়োগো সিমিয়নের দলের হয়ে জিতেছিলেন লা লিগা।
উরুগুয়ের জাতীয় দলের হয়ে ১৩৭ টা ম্যাচ খেলে ৬৯ টা গোল করেছিলেন, পাশাপাশি ৩৮ টা অ্যাসিস্ট’ও করেছিলেন তিনি।