Luis Suarez : এটিকে মোহনবাগান নয়, বরং দুই বছরের চুক্তিতে এই ক্লাবে সই করতে চলেছেন লুইস সুয়ারেজ 

0
243
Luis Suarez is set to sign for Brazilian club Gremio on a two-year deal
Luis Suarez is set to sign for Brazilian club Gremio on a two-year deal

Luis Suarez : আচমকা একটি খবর নাড়িয়ে দিয়েছিলো গোটা কলকাতা ময়দানকে। আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে নাকি এটিকে মোহনবাগানে যোগদান করতে চলেছেন উরুগুয়ের সুপারস্টার ফুটবলার লুইস সুয়ারেজ। কিন্তু সেই খবর যে পুরোপুরি ভিত্তিহীন সেই কথা আর বলার অপেক্ষা রাখেনা।

আসুন জেনে নেওয়া যাক কোথায় যেতে চলেছেন লুইস সুয়ারেজ। এবারের গ্রীষ্মকালে নিজের ছোটোবেলার ক্লাব ন‍্যাশিওনালে ফিরে গেছিলেন লুইস সুয়ারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে উরুগুয়ের অন‍্যতম সেরা ক্লাবে চলে গেছিলেন সুয়ারেজ কাতার বিশ্বকাপের জন্যে নিজেকে ম‍্যাচ ফিট রাখতে। (Luis Suarez)

এবার ব্রাজিলের ক্লাব গ্রেমিও’তে যোগ দিতে চলেছেন সুয়ারেজ। সেখানকার সেকেন্ড ডিভিশন ক্লাব এইটা। তার সাথে এই ব্রাজিলিয়ান ক্লাবের সাথে বছর দুয়েকের জন্যে মৌখিক চুক্তি সেরে ফেলেছেন তিনি এমনটাই শোনা যাচ্ছে। (Luis Suarez)

আধুনিক ফুটবলের অন‍্যতম সেরা স্ট্রাইকার’দের একজন বলে গন‍্য করা হয় লুইস সুয়ারেজ’কে, আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে। (Luis Suarez)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : একই দিনে চার চারটে ক‍্যাচ মিস করলেন, অবাক নেটিজেনরা 

আয়াক্সের হয়ে ১৫৯ টা ম‍্যাচ খেলেছিলেন লুইস সুয়ারেজ। সেখানে ১১১ টা গোল করার পাশাপাশি ৫৯ টা গোল করিয়েছিলেন তিনি। লিভারপুলের হয়ে ১৩৩ ম‍্যাচ খেলে ৮২ টা গোল করার পাশাপাশি ৪৬ টা গোল করিয়েছিলেন। এরপর বার্সেলোনায় মেসি, সুয়ারেজ এবং নেইমার জুঁটি এক আলাদা মাত্রার ফুটবল খেলেছিলো। এই স্প‍্যানিশ ক্লাবের হয়ে ২৮৩ ম‍্যাচে ১৯৫ গোল করার পাশাপাশি ১১৩ টা গোল করিয়েছিলেন তিনি।

সুয়ারেজের শেষ ইউরোপীয়ান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। সেখানে ৮৩ ম‍্যাচে ৩৪ টা গোল করার পাশাপাশি ৬ টা গোল করিয়েছিলেন তিনি। ডিয়োগো সিমিয়নের দলের হয়ে জিতেছিলেন লা লিগা।

উরুগুয়ের জাতীয় দলের হয়ে ১৩৭ টা ম‍্যাচ খেলে ৬৯ টা গোল করেছিলেন, পাশাপাশি ৩৮ টা অ্যাসিস্ট’ও করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ Shahid Afridi : পাকিস্তানের জাতীয় দলের নির্বাচক প্রধানের পদে এলেন শাহিদ আফ্রিদি