চলতি বছরের শেষে ২৪ শে নভেম্বর থেকে ১ ই ডিসেম্বর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব দাবা চ্যাম্পিয়ানশিপ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ম্যাগনাস কার্লসেন এবং রাশিয়ার ইয়ান নেপোমনিয়াচিরের মধ্যে বিশ্ব দাবা চ্যাম্পিয়ানশিপের আসন্ন সংঘর্ষে ধারাভাষ্যকারের ভুমিকা পালন করার জন্য উন্মুখ প্রাক্তন ভারতীয় দাবা তারকা বিশ্বনাথন আনন্দ।
এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমে তিনি বলেন,
“আমার কাছে এই ব্যাপারটি খুব মজার লাগছে। আমি যে ভূমিকাটি পালন করতে চলেছি সেটির এর আগে আমার অনলাইনে করার অভিজ্ঞতা আছে। তবে সামনাসামনি নতুন ভাবে এই দায়িত্ব সামলানোর জন্য আমি খুব উন্মুখ। আমার এই অভিজ্ঞতাটি খুব সুন্দর হতে চলেছে।“
ধারাভাষ্যকারের ভূমিকা কীভাবে এসেছিল তার কাছে সে সম্পর্কে জানতে চাইলে এই চেন্নাই-ভিত্তিক দাবা তারকা বলেছেন,
“সেখানে খুব বেশি গল্প নেই, মূলত FIDE আমাকে বিশ্ব চ্যাম্পিয়ানশিপ ম্যাচের ধারাভাষ্যকার হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলো। আর আমার তখন মনে হয়েছিলো যে এটা একবার চেষ্টা করা যেতেই পারে। এটি আমার কাছে খুব বিশেষ একটি অভিজ্ঞতা হতে চলেছে। প্রথমবার খেলার টেনশান ছাড়াই বিশ্ব চ্যাম্পিয়ানশিপের ম্যাচে যাওয়ার অপেক্ষায় আছি। আমি একজন দাবা ভক্ত এবং আশা করি এটি একটি ভালো ম্যাচ হবে।“

আরও পড়ুনঃ T20 WC: প্রকাশিত হলো ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম
ম্যাচ সম্পর্কে আনন্দ বলেছেন যে কার্লসেন বেশ ভালো ফর্মে আছে এবং তিনি এই ম্যাচে সবার ফেভারিটও হতে পারেন।
“কার্লসেন বেশ ভালো ফর্মে আছে। তিনি প্রতিক্রিয়াশীল হয়েছেন। ভালোই প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিনিই আশা করি ম্যাচ ফেভারিট হতে চলেছেন। নেপোমনিয়াচি তার কাছে একজন যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। আমি আশা করছি যে এটি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে।“
আগত ১৭ই নভেম্বর থেকে কলকাতায় শুরু হতে যাওয়া তৃতীয় টাটা স্টিল চেস ইন্ডিয়া র্যাপিড অ্যান্ড ব্লিটজ টুর্নামেন্টে ভারতীয় তরুণদের জন্য একজন পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে আনন্দকে।
বিদিত গুজরাথি, বি আধিবান, দ্রোনাবল্লী হারিকা, নিহাল সারিন, আর প্রজ্ঞানান্ধা, কার্তিকেয়ান মুরালি, ডি গুকেশ, রৌনক সাধওয়ানি, অর্জুন এরিগাইসি এবং আর বৈশালী সহ আরও তরুণ ব্রিগেড কলকাতার এই টুর্নামেন্টে অংশ নেবেন।
আরও পড়ুনঃ T20 WC: অবশেষে কে এল রাহুলকে আউট করার পরিকল্পনা প্রকাশ করলেন শাহিন আফ্রিদি