Liverpool : লিভারপুলে আসছে কাতার বিশ্বকাপ মাতানো ডাচ ফুটবলার

0
29
Liverpool : Liverpool to sign Dutch striker Cody Gakpo from PSV Eindhoven
Liverpool : Liverpool to sign Dutch striker Cody Gakpo from PSV Eindhoven

Liverpool – পিএসভি আইন্দোভেনের তারকা ডাচ ফুটবলার কোডি গাকপোকে দলে নিচ্ছে লিভারপুল। ট্রান্সফার এক্সপার্ট ফ‍্যাব্রিজিও রোমানোর দাবি ছয় বছরের চুক্তিতে এই ডাচ ফুটবলারকে দলে নিচ্ছে লিভারপুল।

এনফিল্ডে গাকপোকে আনতে ৩৭ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে। দ‍্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড ওরনস্টেইন তার রিপোর্টে এমনটাই দাবি করছেন। (Liverpool)

ইতালিয়ান সাংবাদিক ফ‍্যাব্রিজিও রোমানো ট‍্যুইট করেছেন,

“কোডি গ‍্যাকপো ছয় বছরের চুক্তিতে লিভারপুলে আসছে। গত গ্রীষ্মে ডারউইন নুনেজ কে এমন ভাবেই আনা হয়েছিলো। ৩৭ মিলিয়ন ইউরোর চুক্তিতে নেওয়া হচ্ছে তাকে।”

এর আগের একটা ট‍্যুইটে রোমানো বলেছিলো আরও ১৩ মিলিয়ন ইউরো দেওয়া হবে গাকপোকে। তাহলে প্রায় পঞ্চাশ মিলিয়ন ইউরোর কাছাকাছি পৌঁছবে তার ডিল।

আরও পড়ুনঃ Rohit Sharma : বছর শেষের আগেই অনুশীলনে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

গত মরশুমে ম‍্যানচেস্টার ইউনাইটেডে গ‍্যাকপোর যোগ দেওয়াকে কেন্দ্র করে জোর জল্পনা তৈরী হয়েছে। কিন্তু শেষ অবধি লিভারপুলে যেতে চলেছেন তিনি। এই মর্মে পিএসভি আইন্দোভেনের তরফে ট‍্যুইট করা হয়েছে।

এদিকে প্রিমিয়ার লিগে সোমবার অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল। মহম্মদ সালাহ, ভান ডিজক এবং বাজেটিক গোল করছেন রেডসের হয়ে। অ্যাস্টন ভিলার হয়ে একটি মাত্র গোল করেছেন ওয়াটকিনস।

আরও পড়ুনঃ Ravichandran Ashwin : অশ্বিনকে ভারতের টেস্ট ক‍্যাপ্টেন করার দাবি জানালেন প্রাক্তন পাকিস্তানি স্পিনার