ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব লিভারপুল (Liverpool FC) কেনার আগ্রহ প্রকাশ করেছেন মুকেশ আম্বানি, এমনটাই দাবী করছেন ইংল্যান্ডের সংবাদ মাধ্যম। তবে এবিষয় তাকে বেগ দেবে আরব এবং আমেরিকার ব্যবসায়ীরা।
বর্তমানে লিভারপুলের (Liverpool FC) মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। তারা বেশ কয়েক দিন হলো বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ক্লাব। বিভিন্ন সংস্থা’কে প্রস্তাব দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে ৪ বিলিয়ন পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার ১১৯ কোটি টাকার বিনিময়ে তারা বেঁচে দিতে চায় লিভারপুল ক্লাব। শেয়ার নয়, বরং ক্লাব বিক্রি করতেই আগ্রহী তারা।
আম্বানির লিভারপুল বেঁচতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। ফোর্বসের তৈরি করা ধনীদের তালিকায় আট নম্বর স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক। ভারতীয় মুদ্রায় তার সম্পত্তির পরিমাণ ৮ লক্ষ ৯৫ হাজার ৭৯২ কোটি টাকা। এক্ষেত্রে সামান্য পরিমাণ অর্থ খরচ হবে তার। (Liverpool FC)
আম্বানি খেলা প্রেমী হিসেবে দারুণ সুপরিচিত। আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের মালিক তিনি। আম্বানির সংস্থা চালায় ইন্ডিয়ান সুপার লিগ। এদিকে ভারতে ভীষণ জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব গুলো। প্রতি বছর লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো দল গুলোর জার্সি বিক্রি চোখে পড়ার মতো।
💰𝗧𝗔𝗞𝗘𝗢𝗩𝗘𝗥 @MirrorSport: Liverpool could be set for an Indian takeover with multi-billionaire Mukesh Ambani interested in buying the club.
— LFC Transfer Room (@LFCTransferRoom) November 12, 2022
Ambani has a net worth of around £90billion and is rated the eighth richest person in the world by Forbes 🇮🇳🤑 pic.twitter.com/kdkAxg25Tn
Heading into the break with a win 🙌 pic.twitter.com/7dG0VjgqF0
— Liverpool FC (@LFC) November 12, 2022
দীর্ঘদিন ধরে লিভারপুলের বর্তমান মালিকদের উপর ভীষণ চটে আছে ফ্যানেরা। তাদের বক্তব্য ভিতরের ঝামেলার জন্য ট্রান্সফার উইন্ডোতে নিজের পরিকল্পনা মতো ফুটবলার বাছাই করতে পারেননি কোচ য়ার্গেন ক্লপ।
ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব লিভারপুল লিগ জিতেছে ১৯ বার। সবচেয়ে বেশি বার (২০ বার) জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেডসরা চ্যাম্পিয়ান্স লিগ জিতেছে ছয় বার। গতবার’ও ফাইনালে উঠেছিলো ক্লপের দল। হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। এখন শেষ অবধি আম্বানির হাতে যাই নাকি এই ক্লাবের চাবি, এখন সেটাই দেখার বিষয়। (Liverpool FC)
আরও পড়ুনঃ IPL 2023 Retention : মুস্তাক আলিতে আগুনে ফর্মে থাকা ক্রিকেটারকে ভবিষ্যতের জন্যে রেখে দিচ্ছে LSG