Lionel Messi : মেসির জার্সি পা মোছার পাপোষ হিসেবে ব্যবহার হচ্ছে ফ্রান্সের পাবে, ভাইরাল ছবি 

0
34
Lionel Messi's jersey is being used as a doormat in a pub in France
Lionel Messi's jersey is being used as a doormat in a pub in France

Lionel Messi – সদ‍্য কাতার বিশ্বকাপের ফাইনালে প‍্যারিস সাঁজার সতীর্থ ফরাসি তারকা কিলিয়ান এমবাপে’কে ছাপিয়ে গেছিলেন লিওনেল মেসি। গত রোববার ফাইনালে পেনাল্টি শুট আউটে ফ্রান্স’কে হারিয়ে আর্জেন্টিনা জিতে নিয়েছিলো বিশ্বকাপ।

বিশ্বকাপ জয়ের সাথে সাথে মেসির ট্রফি জয়ের অভিযান সম্পূর্ণ হয়েছিলো। খুব শীঘ্রই আর্জেন্টিনা থেকে ফ্রান্সে ক্লাব শিবিরে যোগদান করবেন মেসি (Lionel Messi)।

আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ ফাইনালে হারটা কিছুতেই ভুলতে পারছে না ফ্রান্স। এর মাঝে প‍্যারিসের একটি পাবে মেসির পিএসজি জার্সি পা মোছার পাপোষ হিসেবে ব‍্যবহার করা হচ্ছে, এমন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে আগত কাস্টমারদের মেসিদের পা মুছে ঢুকতে অনুরোধ করা হয়েছে।(Lionel Messi) 

পাঁচ বারের চেষ্টায় অবশেষে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিলো লিওনেল মেসি (Lionel Messi)। গোটা টুর্নামেন্ট জুড়ে লা আলবিসেলেস্তের হয়ে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন মেসি। গোল্ডেন বল নিজের দখলে নিয়েছিলেন তিনি। সাত ম‍্যাচে সাতটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছিলেন মেসি।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : ঘরোয়া ক্রিকেটের দৈত্য জয়দেব উনাদকাট, বললেন ওয়াসিম জাফর

ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে জোড়া গোল করেছিলেন মেসি। যার জেরে ফাইনালের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে শেষ হয়। এরপর পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে জিতেছিলো আর্জেন্টিনা। নিজের বর্ণময় কেরিয়ারে এই একটি মাত্র ট্রফি জয় বাকি ছিলো মেসির। (Lionel Messi)

El Financiero সংবাদ পত্রের খবর অনুযায়ী আর্জেন্টিনার ফিনানসিয়াল গভর্নিং বডি দেশের তিন নম্বর বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ‍্যোগ নেবেন বলে স্থির করেছেন আর্জেন্টিনার ফিনানসিয়াল গভর্নিং বডি। একদিকে মেসির ছবির পাশাপাশি অপরদিকে ‘La Scaloneta’ কথাটি রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক‍্যালোনীর ডাকনাম। (Lionel Messi)

শুধুমাত্র স্ক‍্যালোনীর বিশ্বকাপ জয়কে সন্মান জানানোই নয়। এছাড়া ২০২১ সালের আর্জেন্টিনার কোপা আমেরিকা এবং চলতি বছরে ফিনালিসিমায় ইউরোপীয়ান চ‍্যাম্পিয়ান ইতালি কে হারানোর ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা। সেই জয়কে স্মরণীয় করে রাখতে একটি ডাকটিকিট বের করার জন্যে আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাঙ্ক একটি কমার্শিয়াল কয়েন বের করবে।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : “আমিও ভুক্তভোগী”, দ্বিতীয় টেস্টে কূলদীপ বাদ পড়ার প্রসঙ্গে বললেন উমেশ যাদব