Lionel Messi : ফের ক্লাব ফুটবলে কবে দেখবেন ‘মেসি – ম‍্যাজিক’, জানুন বিস্তারিত

0
38
Lionel Messi : When will Lionel Messi return to PSG after winning the World Cup ?
Lionel Messi : When will Lionel Messi return to PSG after winning the World Cup ?

Lionel Messi – আগামী ৩ রা জানুয়ারি প‍্যারিস সাঁজাতে প্রত‍্যাবর্তন করতে চলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাতেই উদযাপন করবেন নতুন বছর। এমনটাই জানা গিয়েছে Tyc Sports এর রিপোর্ট অনুযায়ী।

২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর সাথে সাথে আর্জেন্টিনার এই মহাতারকা ফুটবলার ফিরে এসেছিলেন বুয়েনস আয়ার্সে। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, দেশে ফিরে আসার পর রাজকীয় ভাবে বরণ করে নেওয়া হয়েছিলো মেসি এবং তার সকল সতীর্থদের। (Lionel Messi)

এই মুহূর্তে ফ্রান্সে ফেরা নিয়ে খুব একটা তাড়হুড়ো করতে চাইছেন না মেসি। বর্তমানে নিজের দেশের বাড়িতেই আছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ ই জানুয়ারি অ্যাঙ্গারসের বিরুদ্ধে ম‍্যাচে ফের ক্লাব ফুটবলের মঞ্চে দেখা যাবে আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলারকে। (Lionel Messi)

মেসির ক্লাবে ফিরে আসার আগে তিনটি ম‍্যাচ খেলে ফেলবে প‍্যারিস সাঁজা। বুধবার ২৮ শে ডিসেম্বর আরসি স্টার্সবোর্গের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে পিএসজি। এরপর ১ লা জানুয়ারি আরসি লেন্সের বিরুদ্ধেও খেলবে পিএসজি, সেই ম‍্যাচ’ও খেলা হবেনা বার্সেলোনার প্রাক্তন ফরোয়ার্ডের। (Lionel Messi)

আরও পড়ুনঃ Arsenal : এক গোলে পিছিয়ে থেকে ওয়েস্টহ‍্যামকে ৩-১ গোলে হারালো আর্সেনাল, মজবুত করলো লিগের শীর্ষস্থান

এরপর ৬ ই জানুয়ারি ফ্রেঞ্চ কাপের রাউন্ড অফ ৬৪ এর ম‍্যাচে চেতারোক্সের বিরুদ্ধে খেলবে প‍্যারিস সাঁজা। সেই ম‍্যাচেও খেলবেনা মেসি, এমনকি ততদিনে তিনি ক্লাবে ফিরলেও তাকে বিশ্রাম দেওয়া হবে।

অন‍্যদিকে কাতার বিশ্বকাপ ফাইনালে খেলা ফরাসি তারকা কিলিয়ান এমবাপে স্টার্সবোর্গের বিরুদ্ধে ম‍্যাচে খেলবেন বলেই জানা যাচ্ছে। দ্বিতীয় দলের তুলনায় পাঁচ পয়েন্ট এগিয়ে ফরাসি লিগের শীর্ষস্থান দখলে রেখেছে প‍্যারিস সাঁজা। ক্লাবের লিগ টেবিলের শীর্ষ স্থান দখলে রাখার অন‍্যতম কারণ, মেসি এবং এমবাপের এই দুর্দান্ত ফর্ম।

চলতি মরশুমে পিএসজির হয়ে দুজনের মিলিত অবদান, ৩৯ ম‍্যাচে ৩১ গোল এবং ১৯ টা অ্যাসিস্ট। অবশ্য মেসি না থাকলেও পিএসজি খুব সমস্যায় পড়বেনা, তার কারণ এই দলটার ডেপথ। আর্জেন্টিনার মহাতারকা ফুটবলারের অবর্তমানে হুগো একিটিকে খেলার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। তা নাহলে ক্লাবের কোচ ক্রিস্টোফ গালতিয়ের পাবলো সারাবিয়া এবং কার্লোস সোলের কে আক্রমণ ভাগে খেলাতে পারেন।

আরও পড়ুনঃ IND VS SL 2023 : শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ মিস করতে চলেছেন রোহিত শর্মা