Lionel Messi : প‍্যারিস সাঁজায় ফিরতে ফ্রান্সের বিমান ধরলেন মেসি 

0
13
Lionel Messi took flight to return to PSG
Lionel Messi took flight to return to PSG

এয়ারপোর্টে দেখা মিললো লিওনেল মেসির (Lionel Messi)। ফ্রান্সে প‍্যারিস সাঁজার সতীর্থদের সাথে খুব শীঘ্রই মোলাকাত হতে চলেছে তার। এটা খুবই স্পষ্ট এদিন। বিশ্বকাপ জেতার পর থেকে ছুঁটির মেজাজে ছিলেন এই আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার। তবে এবার সেই ছুঁটির মেয়াদ শেষ হয়েছে বলা চলে।

গতবছর ডিসেম্বর মাসে বিশ্বকাপ জেতার পর থেকেই ছুঁটির মেজাজে আছেন মেসি (Lionel Messi)। বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা ফিরে গেছিলেন লিও‌। পিএসজির তরফে তাকে ছুঁটি দেওয়া হয়েছিল, এর ফলে ক্লাবের হয়ে দুটো ম‍্যাচে খেলতে পারেননি তিনি।

মঙ্গলবার প‍্যারিসে উপস্থিত হবেন মেসি। এদিন’ই প‍্যারিস সাঁজার সতীর্থদের সাথে দেখা করবেন সাতবারের ব‍্যালন ডি’অর জয়ী এই ফুটবলার (Lionel Messi)। শুক্রবার ফরাসি কাপের ম‍্যাচে চাতেরোক্সের ম‍্যাচে খেলবে প‍্যারিস সাঁজা।

আরও পড়ুনঃ Jaydev Unadkat : রঞ্জিতে দিল্লির বিরুদ্ধে হ‍্যাটট্রিক সহ ৬ উইকেট নিলেন জয়দেব উনাদকাট

সম্প্রতি ফরাসি লিগে লেন্সের কাছে ৩-১ ব‍্যবধানে হেরে গেছিলো পিএসজি। এরপর একটি সাক্ষাৎকারে পিএসজির ম‍্যানেজার ক্রিস্টোফ গালতিয়ের বলেছেন,আগামী ৩ রা জানুয়ারি মঙ্গলবার, মেসি (Lionel Messi) ফিরবেন প‍্যারিস সাঁজা’তে। তার বক্তব্য –

“আমরা মেসিকে ওয়েলকাম জানানোর জন্য মুখিয়ে আছি। ৩ রা জানুয়ারি ক্লাবে আসবেন মেসি। তাকে রাজকীয় ভাবে পার্ক দে প্রিন্সেসে বরণ করে নেওয়া হবে তাকে।”

আরও পড়ুনঃ Atk Mohun Bagan : বছরের শুরুতে নয়া বিদেশি তারকা হাজির এটিকে মোহনবাগানে