Lionel Messi : খুনের হুমকি পেলেন লিওনেল মেসি

0
27
Lionel Messi received death threats
Lionel Messi received death threats

Lionel Messi – খোদ নিজের দেশ আর্জেন্টিনায় খুনের হুমকি পেলেন লিওনেল মেসি। এটা কোনও ভুয়ো হুমকি নয়। আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলারের পারিবারিক সুপার মার্কেটে দুস্কৃতিরা পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে এই হুমকি দিয়ে গেছেন।

আর্জেন্টিনার রোজারিওয় মেসির স্ত্রী অ্যান্তোনেলার পরিবারের অধীনে থাকা একটি সুপার মার্কেটে এসে প্রায় ১২ রাউন্ড গুলি চালিয়ে একটি একটি চিঠি রেখে যায় দুস্কৃতিরা। (Lionel Messi)

সেই চিঠিতে লেখা ছিলো –

“আমরা তোমার অপেক্ষায় আছি মেসি। জাভকিন নিজে একজন মাদকচক্রের পান্ডা‌ । সে তোমাকে বাঁচাতে পারবেনা।”

আরও পড়ুনঃ IPL 2023 : আসন্ন আইপিএলের আগে পাওয়ার হিটিং’এর জন্য বিশেষ ট্রেনিং নিতে চলেছেন SRH তারকা হ্যারি ব্রুক

এই চিঠিতে জাভকিনের নাম থাকায় অনেকে ইতিমধ্যে প্রশ্ন করেছেন কে এই জাভকিন। তাদের জানিয়ে রাখি এই ব‍্যক্তি হলেন রোজারিও’র মেয়র, এমন ঘটনা ঘটার পর খোদ সুপার মার্কেটে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি, প্রশাসনের দায়িত্বে থাকা লোকজনের উপরেও ভীষণ চটেছেন।

অবশ্য এতো রাউন্ড গুলি চললেও কোনও হতাহতের খবর এখনও শোনা যায়নি। তবে কি কারণে মেসির নাম নিয়েছে দুস্কৃতিরা, সেটা এখনো জানা যায়নি। তাদের রাগের কারণ’ও স্পষ্ট নয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও মুখ খোলেননি মেসি। রোজারিওতে বাড়ি আছে মেসির, কিন্তু তিনি এখন থাকেন ফ‍্রান্সের প‍্যারিস শহরে। ঘটনাটি ঘটাকালীণ ক্লাবে প্রাক্টিস করছিলেন লিও।

আরও পড়ুনঃ WPL 2023 : ‘আলি রে’, প্রকাশ‍্যে এলো উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল এ্যন্থেম