Lionel Messi – দীর্ঘ ১৬ বছরের প্রতিক্ষার শেষে অবশেষে বিশ্বকাপ জেতার পর থেকে একেবারে স্বর্গারাজ্যে বাস করছেন লিওনেল মেসি। কাপ জয়ের রেশ কাটিয়ে অবশেষে প্যারিস সাঁজাতে প্রত্যাবর্তন করলেন মেসি।
ফরাসি ক্লাবের ট্রেনিং শিবিরে ফেরার পর দারুণ ভাবে বরণ করে নেওয়া হয় মেসিকে। সকলের মাঝ থেকে তিনি প্রবেশ করেন গার্ড অফ অনার পাওয়ার মধ্যে দিয়ে। সতীর্থদের করতালির মধ্যে দিয়ে মাঠে ঢোকার পর পিএসজির ডিরেক্টর অফ ফুটবল লুইস কাম্পোস মেসির হাতে তুলে দেন একটা দারুণ স্মারক।
২০২২ সালের বিশ্বকাপটা স্বপ্নের ন্যায় কেটেছে মেসির এবং আর্জেন্টিনার। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার হজম। কিন্তু তারপর দলটা যেভাবে ঘুরে দাড়িয়েছে, সেটা একেবারে আলাদা পর্যায়ের। গোটা টুর্নামেন্টে সাতটা গোল করার পাশাপাশি তিনটি গোল করিয়েছিলেন মেসি। পেয়েছিলেন গোল্ডেন বল। (Lionel Messi)
আরও পড়ুনঃ IND vs SL 2023 : দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন সঞ্জু স্যামসন
এর আগে মেসির খুব শীঘ্রই প্যারিস সাঁজাতে যোগ দেওয়ার খবর স্বীকার করে নিয়েছিলেন কোচ গালতিয়ের, তার বক্তব্য ছিলো, খুব শীঘ্রই আর্জেন্টিনার মহাতারকা এই ফুটবলার ক্লাবের অনুশীলনে ফিরবেন। সদ্য ফরাসি লিগের দ্বিতীয় স্থানে থাক লেন্সের কাছে হেরেছিলো প্যারিস সাঁজা, তারপর সাংবাদিকদের মেসির ক্লাবের কোচ বলেছেন –
“আমরা মেসিকে ওয়েলকাম জানানোর জন্য মুখিয়ে আছি। ৩ রা জানুয়ারি ক্লাবে আসবেন মেসি। তাকে রাজকীয় ভাবে পার্ক দে প্রিন্সেসে বরণ করে নেওয়া হবে।”
A guard of honour for our World Champion! 👏❤️💙#BravoLeo pic.twitter.com/OHIkKALbUl
— Paris Saint-Germain (@PSG_English) January 4, 2023
মেসি (Lionel Messi) এসেছেন ঠিকই তবে কোচের কথা মতো তিন তারিখ নয়, তিনি এলেন চার তারিখ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ ই জানুয়ারি মেসির ফরাসি কাপে খেলার সম্ভাবনা প্রবল।