Lionel Messi : ফুটবল নয় এবার ম‍্যাজিক দেখিয়ে সকলের মন জয় করে নিলেন লিওনেল মেসি

0
19
Lionel Messi : Not football, this time Lionel Messi won everyone's heart by showing magic
Lionel Messi : Not football, this time Lionel Messi won everyone's heart by showing magic

Lionel Messi – ইদানিং একটি চ‍্যারিটি শো’তে উপস্থিত ছিল গোটা পিএসজি দল, উপস্থিত ছিলেন লিওনেল মেসি। সেখানে ম‍্যাজিক দেখিয়ে সকলের মন মাতিয়েছেন লিও। এযাবৎ ফুটবল মাঠে দাপট দেখিয়েছিলেন, এবার চোখ ধাধানো কার্ড ট্রিকে সকলের মন জয় করে নিলেন তিনি। ইতিমধ্যে সেই সব মুহূর্ত গুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ফের আরেকবার রোনাল্ডোকে টপকে গেলেন মেসি। ফরাসি লিগের ম‍্যাচে মন্টিপেলারের মুখোমুখি হয়েছিল প‍্যারিস সাঁজা। ম‍্যাচে দ্বিতীয় গোল করার সাথে বিশ্বের প্রথম পাঁচ ইউরোপীয়ান লিগে সর্বোচ্চ গোল স্কোরারের তাঁজ উঠলো এখন লিওনেল মেসির মাথায়। লা লিগা এবং লিগ ওয়ান মিলিয়ে এটি মেসির ৬৯৭ তম গোল ছিলো। এর সুবাদে শীর্ষে পৌঁছে গেলেন তিনি, রোনাল্ডোর থেকে ৮৪ টা ম‍্যাচ কম খেলে। (Lionel Messi)

আরও পড়ুনঃ Ishan Kishan : বারবার ইশান কিষাণ ফর্ম হারানোয় বেজায় চটলেন ভারতের প্রাক্তন নির্বাচক

ম‍্যাচের আগে অবসর নেওয়ার হাল্কা ইঙ্গিত মিলেছে মেসির বক্তব্যে, তিনি বলেছেন, (Lionel Messi)

“আমার কেরিয়ার প্রায় শেষের পথে। বৃত্তপূরণ হয়ে গেছে। জাতীয় দলের হয়ে যা কিছু অর্জন করার স্বপ্ন দেখেছি সব অর্জন করেছি। কখনও স্বপ্নে ভাবেনি এতো কিছু অর্জন করবো। আমার আর কোনও অভিযোগ নেই। আর কিছু অর্জন করার নেই। কোপা আমেরিকা জিতেছি, বিশ্বকাপ জিতেছি, আর কি চাই।

আমার খুব ইচ্ছা ছিলো মারাদোনার হাত থেকে কাপটা তুলে নেওয়া, খুব খুশি হতাম যদি উনি আর্জেন্টিনা কে বিশ্ব চ‍্যাম্পিয়ান হতে দেখতেন। আমি নিশ্চিত উনি উপর থেকে আমাদের আশীর্বাদ করছেন।”

প্রসঙ্গত, ম‍্যাচে মন্টিপেলারকে ম‍্যাচে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে পিএসজি, মেসি ছাড়া বাকি দুটো গোল করেছেন রুইজ এবং এমেরি।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : স্মিথকে আউট করার ছক কষে রেখেছে ভারত, দাবী বিশ্বকাপ জয়ী ভারত তারকার