Lionel Messi : কাতার বিশ্ববিদ্যালয়ে মেসির রুম বদলে যাচ্ছে মিউজিয়ামে

0
22
Lionel Messi : Lionel Messi's room in Qatar during FIFA World Cup 2022 to be converted into museum
Lionel Messi : Lionel Messi's room in Qatar during FIFA World Cup 2022 to be converted into museum

Lionel Messi – ২০২২ সালের বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে লিওনেল মেসির কাছে। ৩৫ বছর বয়সী এই আর্জেন্টিনার ফুটবলার এবছর কাপ জয়ের আশা পূরণ করেছিলেন। ১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এটা তাদের তিন নম্বর বিশ্বকাপ। বিশ্বকাপে খেলাকালীণ কাতার বিশ্ববিদ্যালয়ে ছিলো আর্জেন্টিনা। যে রুমে ছিলেন মেসি, সেটাকে এবার মিউজিয়াম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর সাথে সাথে আর্জেন্টিনার এই মহাতারকা ফুটবলার ফিরে এসেছিলেন বুয়েনস আয়ার্সে। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, দেশে ফিরে আসার পর রাজকীয় ভাবে বরণ করে নেওয়া হয়েছিলো মেসি এবং তার সকল সতীর্থদের। (Lionel Messi)

এই মুহূর্তে ফ্রান্সে ফেরা নিয়ে খুব একটা তাড়হুড়ো করতে চাইছেন না মেসি। বর্তমানে নিজের দেশের বাড়িতেই আছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ ই জানুয়ারি অ্যাঙ্গারসের বিরুদ্ধে ম‍্যাচে ফের ক্লাব ফুটবলের মঞ্চে দেখা যাবে আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলারকে। (Lionel Messi)

মেসির ক্লাবে ফিরে আসার আগে তিনটি ম‍্যাচ খেলে ফেলবে প‍্যারিস সাঁজা। বুধবার ২৮ শে ডিসেম্বর আরসি স্টার্সবোর্গের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে পিএসজি। এরপর ১ লা জানুয়ারি আরসি লেন্সের বিরুদ্ধেও খেলবে পিএসজি, সেই ম‍্যাচ’ও খেলা হবেনা বার্সেলোনার প্রাক্তন ফরোয়ার্ডের। (Lionel Messi)

আরও পড়ুনঃ ICC Womens T20 World Cup 2023 : টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ভারত, জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন শিখা পান্ডে

এরপর ৬ ই জানুয়ারি ফ্রেঞ্চ কাপের রাউন্ড অফ ৬৪ এর ম‍্যাচে চেতারোক্সের বিরুদ্ধে খেলবে প‍্যারিস সাঁজা। সেই ম‍্যাচেও খেলবেনা মেসি, এমনকি ততদিনে তিনি ক্লাবে ফিরলেও তাকে বিশ্রাম দেওয়া হবে।

অন‍্যদিকে কাতার বিশ্বকাপ ফাইনালে খেলা ফরাসি তারকা কিলিয়ান এমবাপে স্টার্সবোর্গের বিরুদ্ধে ম‍্যাচে খেলবেন বলেই জানা যাচ্ছে। দ্বিতীয় দলের তুলনায় পাঁচ পয়েন্ট এগিয়ে ফরাসি লিগের শীর্ষস্থান দখলে রেখেছে প‍্যারিস সাঁজা। ক্লাবের লিগ টেবিলের শীর্ষ স্থান দখলে রাখার অন‍্যতম কারণ, মেসি এবং এমবাপের এই দুর্দান্ত ফর্ম।

চলতি মরশুমে পিএসজির হয়ে দুজনের মিলিত অবদান, ৩৯ ম‍্যাচে ৩১ গোল এবং ১৯ টা অ্যাসিস্ট। অবশ্য মেসি না থাকলেও পিএসজি খুব সমস্যায় পড়বেনা, তার কারণ এই দলটার ডেপথ। আর্জেন্টিনার মহাতারকা ফুটবলারের অবর্তমানে হুগো একিটিকে খেলার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। তা নাহলে ক্লাবের কোচ ক্রিস্টোফ গালতিয়ের পাবলো সারাবিয়া এবং কার্লোস সোলের কে আক্রমণ ভাগে খেলাতে পারেন।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo Jr : ম‍্যানচেস্টার ইউনাইটেড ছাড়লো রোনাল্ডোর ছেলে